খেলাধুলা ডেস্ক : লা লিগায় জিরোনাকে ৬-৩ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। ক্রিস্টিয়ানো রোনালদো একাই করেছেন চার গোল। একটি করে গোল পেয়েছেন গ্যারেথ বেল ও লুকাস ভাসকেজ। তার জ্বলে উঠার রাতে মধুর প্রতিশোধ নিয়েছে জিনেজিন জিদানের দল। রোববার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে লিগের ম্যাচে জিরোনাকে ৬-৩ গোলে হারায় রিয়াল। এবারই প্রথমবারের মতো লা লিগায় উঠে আসা দলটির মাঠে গত অক্টোবরে ২-১ ব্যবধানে হেরেছিল রিয়াল।
রোনালদোর নৈপুণ্যে ম্যাচের একাদশ মিনিটে এগিয়ে যায় রিয়াল। টনি ক্রুসের বাড়ানো বলে প্রথম ছোঁয়ায় বাঁ পায়ের জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন পর্তুগিজ ফরোয়ার্ড। ২৩তম মিনিটে জালে বল পাঠান লুকাস ভাসকেস। তবে অফসাইডের বাঁশি বাজান রেফারি। টিভি রিপ্লেতে অবশ্য দেখা যায়, অনসাইডে ছিলেন স্প্যানিশ ফরোয়ার্ড। ২৯তম মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার আলেক্স গ্রানেলের দারুণ ফ্রি-কিকে উরুগুয়ের ফরোয়ার্ড ক্রিস্তিয়ান স্তুয়ানির বুলেট হেডে সমতায় ফেরে জিরোনা।
দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে ফের দলকে এগিয়ে দেন রোনালদো। করিম বেনজেমার পাস ডি-বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় বাঁ-পায়ের উঁচু শটে গোলটি করেন তিনি। বল ক্রসবারের নিচের অংশে লেগে জালে জড়ায়। ৫৮তম মিনিটে ব্যবধান বাড়ায় রিয়াল। বাঁ দিক থেকে বেনজেমার বাড়ানো বল ডি-বক্সে পেয়ে নিজেই শট নিতে পারতেন রোনালদো, কিন্তু পাশে থাকা ভাসকেসকে ছোট পাস দেন। জোরালো নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ ফরোয়ার্ড।
চার মিনিট পর মার্কো আসেনসিওর ক্রসে নাচো ফের্নান্দেসের হেড ক্রসবারের উপরের দিকে লেগে বাইরে চলে যায়। এর খানিক পরই দলের চতুর্থ গোলটি করেন রোনালদো। ৬৪তম মিনিটে আসেনসিওর ছোট পাস ধরে বেনজেমার নেওয়া শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক, কিন্তু বল হাতে রাখতে পারেননি। আলগা বল পেয়ে অনায়াসে হ্যাটট্রিক পূরণ করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। ৬৭তম মিনিটে বাঁ-দিক থেকে বোরহা গার্সিয়ার ক্রসে হেডে ব্যবধান কমান স্তুয়ানি। চলতি লা লিগায় এটা তার ১৭তম গোল। ৮৬তম মিনিটে লুকা মদ্রিচের পাস ধরে ডান পায়ের কোনাকুনি শটে দলের পঞ্চম গোলটি করেন আসেনসিওর বদলি নামা গ্যারেথ বেল। তিন মিনিট পর হেডে আরেকটি গোল শোধ করেন রামিরেস লোপেস।
আর যোগ করা সময়ের প্রথম মিনিটে টনি ক্রুসের পাস পেয়ে জিরোনার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন রোনালদো। লিগ ম্যাচের জন্য প্রথমবারের মতো সান্তিয়াগো বের্নাবেউয়ে খেলতে আসা জিরোনা হজম করল ছয় গোল। হতাশায় মোড়া মৌসুমের প্রথম পর্বের পর ছন্দে ফেরা রোনালদো এই নিয়ে ২০১৮ সালে লিগে আট ম্যাচ খেলে ১৮ গোল করলেন। চলতি লা লিগায় তার মোট গোল হলো ২২টি।
২৯ ম্যাচে ১৮ জয় ও ছয় ড্রয়ে ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ফিরেছে রিয়াল মাদ্রিদ। এক ধাপ নিচে নেমে যাওয়া ভালেন্সিয়ার পয়েন্ট ৫৯।