আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করেছে ইয়েমেনের হুত্থি বিদ্রোহীরা। আরবাঞ্চলের দরিদ্রতম দেশটিতে ক্রমাগত হামলার জবাবে মঙ্গলবার এ পালটা হামলাকে যদিও রুখে দিয়েছে বলে দাবি সোদি সামরিক জোটের।
হুথি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি চ্যানেলে এক প্রতিবেদনে দেখানো হয়, বুরকান এইচ২ নামের ওই মিসাইলটি রিয়াদের ইয়ামামা প্যালেসে চলমান এক বৈঠককে নিশানা করেছে।
ওদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, তারা একটা বিস্ফোরণের শব্দ শুনেছেন। সৌদির আকাশে কালো ধোঁয়ার মতো কিছু ছবিও অনলাইনে পোস্ট করেছেন তারা। যদিও আরব ন্যাটো’র দাবি, সেটাকে সফলভাবে ব্যর্থ করে দেয়া হয়েছে। এ হামলায় মিসাইল সরবরাহের জন্য ইরানকে অভিযুক্ত করেছে সংস্থাটি। অবশ্য যথারীতি অভিযোগ অস্বীকার করেছে ইরান।
উল্লেখ্য, গত ২০১৫ সালের মার্চ থেকেই ইয়েমেন সরকার ও সৌদি সামরিক জোটের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে ইরান। সূত্র: বিবিসি