স্পোর্টস ডেস্ক: রিকি পন্টিং। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। তার অধীনে টানা দুইবার বিশ্বকাপ জয় করেছিল অজিরা। অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টেস্টে দলের হয়ে সবচেয়ে বেশি রান। পাশাপাশি দুই ফরম্যাট মিলিয়ে ৭১টি সেঞ্চুরির মালিক তিনি। ইতিহাসে স্যার ডন ব্রাডম্যানের পরে তার নাম নেয়া হবে চিরকাল।
দুটি বিশ্বকাপ, আইসিসি প্লেয়ার অব দ্য ইয়ার (২০০৬, ২০০৭), আইসিসি টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার (২০০৩, ২০০৪, ২০০৭) জেতেন তিনি।
সম্প্রতি নিজের পছন্দের টেস্ট একাদশ ঘোষণা করেছেন পন্টিং। যেখানে স্বদেশি পাঁচ ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের দুইজন, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা থেকে একজনকে নির্বাচিত করেছেন পন্টিং।
লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের টুইটার পেজে পোস্ট করা এক ভিডিওতে জানানো হয়। দলে সবচেয়ে বড় চমক হচ্ছেন লঙ্কান ক্রিকেটার কুমার সাঙ্গাকারা।
কিংবদন্তিদের অধিনায়কত্বের দ্বায়িত্ব দেয়া হয়েছে থাকে। তবে উইকেট রক্ষক হিসেবে থাকছেন না সাঙ্গা। উইকেটের পেছনে থাকছেন অ্যাডাম গিলক্রিস্ট।
ভারতের ক্রিকেট গ্রেট শচীন টেন্ডুলকার আর পাকিস্তানের সুলতান অব সুংই ওয়াসিম আকরামও আছেন একাদশে।
রিকি পন্টিংয়ের টেস্ট একাদশ:
কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা, অধিনায়ক), ম্যাথুইউ হেইডেন (অস্ট্রেলিয়া), জাস্টিন ল্যাঙ্গার (অস্ট্রেলিয়া), জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা), শচীন টেন্ডুলকার (ভারত), ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ), অ্যাডাম গিলক্রিস্ট (উইকেট রক্ষক, অস্ট্রেলিয়া), শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া), ওয়াসিম আকরাম (পাকিস্তান), কার্টলি অ্যামব্রোস (ওয়েস্ট ইন্ডিজ), গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া)।