অগ্রদৃষ্টি ডেস্কঃ গাইবান্ধা সদর উপজেলা থেকে অপহৃত দ্বিতীয় শ্রেণির ছাত্র রাব্বি মিয়াকে (১১) ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী কাজল মিয়াকে (৩১) গ্রেফতার করা হয়। কাজল মিয়ার বাড়ি চট্টগ্রামে। তিনি ঢাকায় রিকশা চালান। ঢাকার শাহ আলী থানা এলাকা থেকে মঙ্গলবার বিকেল ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান। ওসি মেহেদী হাসান জানান, রাব্বি সদর উপজেলার দাড়িয়াপুর এলাকায় একটি কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র। অপহৃত রাব্বির বাবা ফিরোজ কবিরও ঢাকায় রিকশা চালান। সেই সুবাদে দু’জনের মধ্যে সখ্য গড়ে ওঠে। কাজল রাব্বির বাবার সঙ্গে গাইবান্ধায় বেড়াতে আসেন। সোমবার স্কুল ছুটির পর কাজল সুকৌশলে শিশু রাব্বিকে অপহরণ করে ঢাকার শাহ আলী এলাকায় নিয়ে যান। পরে রাব্বির বাবার কাছে মোবাইল ফোনে ২৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। এ ঘটনায় সোমবার রাতেই শিশুটির বাবা ফিরোজ কবির বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে ঢাকার শাহ আলী থানা পুলিশের সহায়তায় কাজলকে গ্রেফতার করা হয়। এ সময় স্কুলছাত্র রাব্বিকেও উদ্ধার করা হয়।