অগ্রদৃষ্টি ডেস্কঃ মাস খানেক আগে কুয়েতের সংসদ ভেঙ্গে দিয়েছিলেন দেশটির আমির। এর ফলে দেশটিতে নতুন করে নির্বাচন জরুরী হয়ে পরেছিল।
আজ ২৬ নভেম্বর ২০১৬ইং কুয়েতের সপ্তম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে সর্বশেষ ২০০৬ সালে কুয়েতে নির্বাচন হয়েছিলো।
বিশ্ব বাজারে তেলের দাম কমে যাওয়ায় কুয়েতের সরকার দেশটিতে নাগরিক সুবিধার বেশকিছু খাত বন্ধ করে দেয়। এর মধ্যে জ্বালানি খাতে ভর্তুকি কমাতে পেট্রোলের দাম ৮০ শতাংশ বাড়ানো হয়েছে। এর ফলে সৃষ্ট মতবিরোধ থেকেই সংসদ ভেঙ্গে দেওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়।