রাজাপুর প্রতিনিধি ঃ ঝালকাঠির রাজাপুরে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা
পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় রাজাপুর পাইলট বালিকা
উচ্চ বিদ্যালয় হল রুমে এ অভিষেক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শিক্ষা
ও গবেষণা পরিষদের উপজেলা সভাপতি মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান
অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সাদিকুর রহমান। বিশেষ অতিথি
ছিলেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের বরিশাল বিভাগীয় শাখার সাধারণ
সম্পাদক ড. মো. বাহাউদ্দিন গোলাপ ও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের
ঝালকাঠি জেলা শাখা আহবায়ক এ্যাড. মো. মোশারেফ হোসেন। অনুষ্ঠানে আলোচক
হিসেবে আলোচনা করেন ঝালকাঠি জেলা আওয়ামী আইনজীবি পরিষদের সাংগঠনিক
সম্পাদক সঞ্জীব কুমার বিশ^াস, রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ
মুনীর উল গীয়াস এবং বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের উপজেলা সাধারণ
সম্পাদক মো. গোলাম মোস্তফা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল বেতারের
শিল্পী ও কবি শুক্লা ওঝা ও সিনিয়র শিক্ষক শাহজাহান দূরানী। অভিষেক
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের নব গঠিত উপজেলা ও ইউনিয়ন
কমিটির প্রায় দুইশত সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়। অনুষ্ঠানে বক্তারা
উক্ত কমিটির নেতৃবৃন্দদের বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গঠনে
অগ্রণী ভূমিকা পালনের জন্য আহবান জানানো হয়।