ডেস্ক নিউজ : রাজশাহী নগরীতে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে ‘পৃথিবীর যত শুরু হবে মৃত্তিকা থেকে’ প্রতিপাদ্যে এ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে মৃত্তিকা সম্পদ উন্নয়ন রাজশাহীর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আইয়ুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুল আলিম। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ-হেল-বাকী, রাজশাহী বেতার প্রতিনিধি রফিকুল ইসলাম।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন রাজশাহীর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মাহবুবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নুরুল ইসলাম, তানোর উপজেলার কৃষক আনোয়ারুল ইসলাম, প্যাক্টিক্যাল এ্যাকশন বাংলাদেশের প্রতিনিধি রাকিবুজ্জামান ও খামারী মহিলা শামিমা বেগম প্রমুখ।
এ সময় সরকারি ও বেসরকারি পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।