ছাইয়েদুল ইসলাম, বিশেষ প্রতিনিধঃ ঢাকা থেকে কুষ্টিয়াগামী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কন্টেইনার ট্রাকে (ঢাকা মেট্রো-উ ১৪-০৮৪৮) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে কোটি টাকার পণ্য।
শুক্রবার সকাল ৯টার দিকে রাজবাড়ী শহরের পাবলিক হেলথ মোড়ে এ ঘটনা ঘটে। কন্টেইনারে মোবাইল ফোন, মনিহারী, গুরুত্বপূর্ণ কাগজপত্রাদি, ব্যাটারি, জামা-কাপড়, ওষুধসহ বিভিন্ন বাণিজ্যিক পণ্য ছিল।
ক্ষতিগ্রস্ত সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ওই ট্রাকের চালক মো. আক্তারুজ্জামান জানান, সকাল ৯টার দিকে কুষ্টিয়া যাওয়ার পথে রাজবাড়ী শহরের আঞ্চলিক মহাসড়কের ট্রার্মিনাল এলাকায় পৌঁছালে তিনি গাড়িতে পোড়া গন্ধ পান। এ সময় রাজবাড়ীর কুরিয়ার এজেন্সি কার্যালয়ের সামনে জরুরি ভিত্তিতে গাড়ি থামান। পরে দেখেন সকল পণ্যে আগুন লেগেছে। স্থানীয়রা এ সময় ফায়ার সার্ভিসে খবর দেয়।
সুন্দরবন কুরিয়ার সার্ভিস রাজবাড়ী জেলা কার্যালয় সমন্বয়কারী প্রবীর দাস জানান, প্রাথমিকভাবে দেখা যাচ্ছে সব পণ্যই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর টিম লিডার ইন্দ্র প্রসাদ জানান, খবর পেয়ে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাজবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই