মোহাম্মদ আবুল হোসেন আকঞ্জী।। ভুল চিকিৎসা প্রদানকারী ঝরনা রানী এখনও চালিয়ে যাচ্ছে অহরহ অবৈধ এম.আর ও ডেলিভারী ।এখনও যেন প্রসাশনের ঘুম ভাঙ্গেনি|
নবীগঞ্জে ব্যাঙ্গের ছাতার মতো গজিয়ে ওটা হাতুরে ডাক্তার,থেরাফি,দাওয়া খানা,হারবাল থেকে ঔষধ কিনে প্রতিদিনই প্রতারিত হচ্ছেন গ্রামের সহজ সরল মানুষ ।স্থানী ও অনলাইন পত্রিকায় একাধিকবার ভূয়া চিকিৎসক ও হেকিমদের দৌরাত্না সর্ম্পকে সংবাদ প্রকাশ হলেও এখনো প্রসাশনের নজরে আসে নি ।সম্পতি স্থানীয় পাতি নেতাদের মাধ্যমে অবৈধ চিকিৎসা সেবা দিতে তা ফের সক্রিয় হয়ে উটেছে ।উল্লেখ্যযোগ্য গত ১৮.৯.১৫ইং তারিখে সন্ধ্যা ৬ ঘটিকার সময় উপজেলার বাউসা ইউ/ পির প্রবাসি সুহিন মিয়ার প্রসুতি স্ত্রী মারূফা বেগমকে উপজেলার বাংলাবাজারে রামবাবু চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসলে কথিত নার্স ঝরনা রানী ও আয়া
রোকেয়া বেগম পরীক্ষা নিরীক্ষা ভুল চিকিৎসার
কারণে রাত ৮ টার দিকে নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উটে ।মৃত নবজাতকের স্বজনরা প্রতিবেদকে বলেন,কথিত নার্স ঝরনা ও প্রসূতি মারূফা বেগম সন্তানের কান্না শুনতে পান । তার কিছুক্ষণ পরেই তারা নবজাতকে নিয়ে নবীগঞ্জে নিয়ে যাওয়ার জন্য সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন ।উল্লেখ্য ঝরনা রানী দীর্ঘ দিন ধরে ওই এলাকার একটি বাসা ভাড়াটিয়া হিসেবে বাস করছে এবং সেই বাসাতেই তারা চিকিৎসা কেন্দ্রে হিসেবে ব্যবহার করছে ।ঝরনা রানী নিজেকে ব্র্যাকের দিদি পরিচয় দিয়ে সাইনবোর্ড লাগিয়ে একই বাসায় মিনি চিকিৎসা কেন্দ্র খুলে বসেন ।সেখানে তিনি গর্ভপাত
> থেকে শুরু করে নানা অপচিকিৎসা চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে ।এরা টাকার বিনিময়ে গ্রামের সহজ সরল মহিলাদের সরকারী হাসপাতাল কিংবা বাড়ি থেকে এনে চিকিৎসার নামে সর্বশান্ত করছে ।এ ঘঠনা নিয়ে এলাকায় আলোচনা ও সমালোচনার ঝড় বইছে । তবে সচেতন মহলের দাবি প্রসাশনের আশু হস্তক্ষেপ কামনা করছেন ।