মোঃ বিলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উওরভাগ ইউনিয়নের রামপুর গ্রামের হত দরিদ্র দিনমজুর সহায় সম্বলহীন আঃ কাদির গেদাই মিয়ার ঘরের বেহালদশা দেখে মানবতার স্বার্থে হাত বাড়ায় রাজনগরে জনসেবা ক্লাব। এ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
গত ২৪ মার্চ শুক্রবার আনুষ্ঠানিক ভাবে ঘরটি উদ্বোধন করেন ক্লাবের দেশে নিয়োজিত প্রতিনিধিরা। ক্লাবের সদস্যদের দেয়া অনুদানে প্রায় দেড় লক্ষ্য টাকা ব্যয়ে একটি টিনসেট চার কক্ষ বিশিষ্ট একটি পাকা দালান নির্মাণ করে।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, ক্বারি আলী হোসেন খাঁন ও গালিম পুর জামে মসজিদের ইমাম। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট মুরব্বী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষসহ বিপুল জনসেবা ক্লাবের প্রতিনিধি ছালিক আহমদ, নজরুল ইসলাম, মোঃ রুমেন আহমদ, নাসির বিনন, উমায়েছ মিয়া, শেখ ওলি, শেখ মিজান, ওমান প্রবাসী দুলাল মিয়া, বাহরাইন প্রবাসী দিলদার মাহমুদ, মোঃ অভি আলমগির, হেলাল উদ্দিন, সৌদিআরব প্রবাসী টেক্কা খাঁন, মোঃ সাবুল, জাহাঙ্গীর, রুবেলসহ প্রমুখ।
উল্লেখ্য, দেশ ও বিদেশে অবস্থানরত এক ঝাঁক তরুণ এলাকার অসহায়, হত দরিদ্র, দিন মজুর, কন্যাদায়গ্রস্ত, চিকিৎসা সেবা, শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র, গৃহহীনদের গৃহ নির্মানসহ বেশ কিছু লক্ষ্য উদ্দেশ্য নিয়ে গঠন করা হয়েছিল ” জনসেবা ক্লাব”। প্রতিষ্ঠার পর থেকে রাজনগরে দিয়ে আসছে আর্থিক সহায়তা। এ জন্য ক্লাবটি বেশ সুনাম ও পরিচিতি লাভ করে।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই