রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে গ্রেফতারকৃত যুবলীগ নেতা আলতাফ হোসেন প্রকাশ কানা আলতাফের কাছ থেকে দুটি বিদেশী অস্ত্র, গুলি এবং ৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব। র্যাব জানিয়েছে কানা আলতাফ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, সন্ত্রাসী কর্মকান্ডসহ একাধিক মামলা রয়েছে। চট্টগ্রাম র্যাব-৭ এর অধিনায়ক লেঃ কর্ণেল মিফতা উদ্দিন আহমেদ রাইজিংবিডিকে জানান, মঙ্গলবার বিকেল ৩টার দিকে চট্টগ্রাম র্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে মরিয়মনগর গ্রামের নিজ বাড়ি থেকে কানা আলতাফ ও তার এক সহযোগী নুরুল আবছারকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার দেওয়া স্বীকারোক্তি মতে রাতেই তার হেফাজতে থাকা একটি বিদেশী পিস্তল, একটি বিদেশী রিভলবার এবং ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। র্যাব জানায়, কানা আলতাফ একজন শীর্ষ সন্ত্রাসী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মন্ত্রীপরিষদ বিভাগের ইয়াবা গডফাদারের তালিকায় তার নাম আছে। ২০১৪ সালেও অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেফতার করা হয়েছিলো। পরে সে জামিনে বের হয়ে পুনরায় একই কর্মকান্ডে ফিরে যায়। র্যাব ও স্থানীয় সূত্র জানায়, গ্রেফতারকৃত আলতাফ রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি। কানা আলতাফের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসী কর্মকান্ডসহ একাধিক মামলা রয়েছে। সম্প্রতি তিনি এলাকায় ফিরে নানাভাবে প্রভাব বিস্তারের মাধ্যমে নিজেকে যুবলীগনেতা হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। সর্বশেষ মঙ্গলবার দুপুরে স্থানীয় আওয়ামী লীগের তৃণমূল নেতাদের ভোটে যুবলীগনেতা আলতাফ মরিয়মনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মনোনীত হন। মনোনয়ন পেয়ে বাসায় পৌঁছে দুপুরের খাবার খাওয়ার মুহূর্তে র্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে কানা আলতাফকে গ্রেফতার করে। গ্রেফতারের পর কানা আলতাফ ও তার সহযোগী নুরুল আবছারকে চট্টগ্রাম পতেঙ্গা র্যাব-৭ এর কার্যালয়ে নিয়ে আসা হয় এবং গ্রেফতারকৃতদের উদ্ধারকৃত অস্ত্রসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাঙ্গুনিয়া থানায় হস্তন্তর করা হবে বলে জানান চট্টগ্রাম র্যাব-৭ এর এএসপি মো. আমিরল্লাহ।
Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka) Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka) Social Welfare Editor: Rukshana Islam (Runa)
চট্রগ্রাম, লিড নিউজ | তারিখ : April, 13, 2016, 2:56 am | নিউজটি পড়া হয়েছে :
1185 বার
রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে গ্রেফতারকৃত যুবলীগ নেতা আলতাফ হোসেন প্রকাশ কানা আলতাফের কাছ থেকে দুটি বিদেশী অস্ত্র, গুলি এবং ৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব। র্যাব জানিয়েছে কানা আলতাফ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, সন্ত্রাসী কর্মকান্ডসহ একাধিক মামলা রয়েছে। চট্টগ্রাম র্যাব-৭ এর অধিনায়ক লেঃ কর্ণেল মিফতা উদ্দিন আহমেদ রাইজিংবিডিকে জানান, মঙ্গলবার বিকেল ৩টার দিকে চট্টগ্রাম র্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে মরিয়মনগর গ্রামের নিজ বাড়ি থেকে কানা আলতাফ ও তার এক সহযোগী নুরুল আবছারকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার দেওয়া স্বীকারোক্তি মতে রাতেই তার হেফাজতে থাকা একটি বিদেশী পিস্তল, একটি বিদেশী রিভলবার এবং ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। র্যাব জানায়, কানা আলতাফ একজন শীর্ষ সন্ত্রাসী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মন্ত্রীপরিষদ বিভাগের ইয়াবা গডফাদারের তালিকায় তার নাম আছে। ২০১৪ সালেও অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেফতার করা হয়েছিলো। পরে সে জামিনে বের হয়ে পুনরায় একই কর্মকান্ডে ফিরে যায়। র্যাব ও স্থানীয় সূত্র জানায়, গ্রেফতারকৃত আলতাফ রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি। কানা আলতাফের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসী কর্মকান্ডসহ একাধিক মামলা রয়েছে। সম্প্রতি তিনি এলাকায় ফিরে নানাভাবে প্রভাব বিস্তারের মাধ্যমে নিজেকে যুবলীগনেতা হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। সর্বশেষ মঙ্গলবার দুপুরে স্থানীয় আওয়ামী লীগের তৃণমূল নেতাদের ভোটে যুবলীগনেতা আলতাফ মরিয়মনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মনোনীত হন। মনোনয়ন পেয়ে বাসায় পৌঁছে দুপুরের খাবার খাওয়ার মুহূর্তে র্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে কানা আলতাফকে গ্রেফতার করে। গ্রেফতারের পর কানা আলতাফ ও তার সহযোগী নুরুল আবছারকে চট্টগ্রাম পতেঙ্গা র্যাব-৭ এর কার্যালয়ে নিয়ে আসা হয় এবং গ্রেফতারকৃতদের উদ্ধারকৃত অস্ত্রসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাঙ্গুনিয়া থানায় হস্তন্তর করা হবে বলে জানান চট্টগ্রাম র্যাব-৭ এর এএসপি মো. আমিরল্লাহ।
Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka) Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka) Social Welfare Editor: Rukshana Islam (Runa)