রাঙ্গুনিয়া প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কাপ্তাই
সড়কের মরিয়ম নগর চৌমুহনী এলাকায় অগ্ন্কিান্ডে ৮ দোকান পুড়ে
গেছে। এতে আনুমানিক ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে
ক্ষতিগ্রস্তরা জানিয়েছে। রোববার (১৭ এপ্রিল) সকাল সাডে ১১ টায় এই
অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে
অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে জানান রাঙ্গুনিয়া ফায়ার ষ্টেশনের
ইনচার্জ নারায়ন চক্রবর্ত্তী।
স্থানীয়রা জানায়, রোববার দুপুরে উপজেলার মরিয়ম নগর চৌমুহনী মসজিদ
সংলগ্ন দোকানে হঠাৎ করে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখায়
মুহুর্তের মধ্যে পার্শ্ববতী দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে মো. জমিরের
মালিকানাধীন বদরুলিয়া পুস্প বিতান, আবদুল মান্নানের ষ্টেশনারি দোকান,
মো. বাবুলের রাকিব এন্টারপ্রাইজ নামে হার্ডওয়্যারের দোকান, মো.
আজিজের খাদ্য গুদাম, হাজী ষ্টোর নামে মো. ইউসুফের ইলেক্ট্রনিক্স সামগ্রী
দোকান, মোকারমের গ্লাস ও এ্যালুমিনিয়ামের দোকান, রাহাতিয়া টেলিকম
নামে মো. শহীদের মোবাইল বিক্রয় দোকান ও মা মনি টেলিকম নামে অন্য
একটি মোবাইল সামগ্রী বিক্রয়ের দোকানে রক্ষিত নগদ টাকা ও মূল্যবান
জিনিসপত্র পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার ষ্টেশনের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।