রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় তুচ্ছ ঘটনায় কাঠের বাটাম দিয়ে স্ত্রীকে পিঠিয়ে হত্যা করেছে স্বামী। পুলিশ ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে। রোববার (৭ আগষ্ট) ভোররাতে উপজেলার কোদালা ইউনিয়নে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। হত্যাকান্ডের ঘটনা বর্ণনা দিয়ে হত্যার দায় পুলিশের কাছে স্বীকার করেছে ঘাতক। এ ব্যাপারে নিহতের পিতা বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কোদালা ইউনিয়নের কোদালা চা বাগান এলাকার মৃত সুরেশ বাউরীর পুত্র চা বাগান শ্রমিক কা ন বাউরির সাথে একই এলাকার উত্তম ঘাষীর বড় মেয়ে রুবী ঘাষীর সাথে ১০ বছর আগে বিয়ে হয়। তাদের ঘরে রীমি (৮) ও লক্ষী (৭) নামে দুই কন্যা সন্তান রয়েছে। দীর্ঘদিন তাদের সংসার সুখেরই কাটছিল। হঠাৎ শনিবার (৭ আগষ্ট) রাত সাড়ে ১০ টায় পারিবারিক তুচ্ছ ঘটনায় স্বামী স্ত্রী তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে। পরদিন রোববার ভোররাতে পরিকল্পিতভাবে স্বামী কা ন ঘরে থাকা কাঠের বাটাম দিয়ে স্ত্রী রুবীকে উপর্যপুরী আঘাত করতে থাকে। আঘাতের এক পর্যায়ে ঘটনাস্থলে মারা যায় রুবী। প্রতিবেশীরা ঘটনার বিষয় জানতে পেরে এগিয়ে গেলে ঘাতক ঘরের ভিতর লুকিয়ে থাকা অবস্থায় আটক করে। পরে পুলিশকে খবর দেয় পুলিশ হত্যাকারীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত কা ন বাউরী হত্যার দায় স্বীকার করেছে । নিহতের লাশ পোষ্টমর্টেমের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।