রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ায় স্কুল ও মাদ্রাসা প্রধানদের ৪৫ তম মাসিক সমন্বয় সভা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মঙ্গলবার (১০ মে) অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ্, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন, উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, পোমরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম (টিপু), পদুয়া সম্মিলনী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম নূর, পোমরা বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. নুরুল আবছার, ঘাটচেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল চন্দ্র শীল প্রমুখ।
সভায় স্কুল ও মাদ্রাসা পর্যায়ে মাদক বিরুধী কমিটি, মাদ্রাসায় জঙ্গিবাদ সংক্রান্ত তথ্য প্রেরণ, অন-লাইনে শিক্ষক নিয়োগ, তথ্য ও যোগাযোগ বিষয় অন্তর্ভূক্তিকরণ, সৃজনশীল মেধা অন্বেষণ নীতিমালা বিশ্লেষণ, স্বাধীনতার বিপ্লবী অধ্যায় বঙ্গবন্ধু ও অন্যান্য গ্রন্থ সংগ্রহ আদেশ, জাতীয় শিক্ষা সপ্তাহ-১৬ উদযাপন, মাল্টিমিডিয়া ক্লাশরুম বাস্তবায়ন ও মনিটরিং বিষয়ে ব্যাপক আলোচনা ও নির্দেশনা প্রদান করা হয়।