রাঙ্গুনিয়া সংবাদদাতা : জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাঙ্গুনিয়ায় মৎস্য পোনা অবমুক্ত করলেন সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। শনিবার (২২ জুলাই) উপজেলার ইছাখালী সদরের পুকুরে এই পোনা অবমুক্ত করেন তিনি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন, পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উত্তরজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদার, মো. সেলিম, পৌরসভা আওয়ামীলীগ সভাপতি মাস্টার আসলাম খাঁন, সহকারী মৎস্য কর্মকর্তা শিমুল বড়–য়া, উপজেলা যুবলীগ সভাপতি আরজু সিকদার, ড. হাছান মাহমুদ এমপির ব্যক্তিগত সহকারী এমরুল করিম রাশেদ, পৌরসভা কৃষকলীগ সভাপতি সোলেমান চৌধুরী, সাধারণ সম্পাদক এনামুল হক, মৎস্য খামারী খোরশেদ আলম প্রমুখ।