জগলুল হুদা, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রাম জেলা পুলিশের চলমান ব্লক রেইডে রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৭ আগষ্ট) রাত ১১টা থেকে সোমবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত আসামীদের মধ্যে হত্যা মামলা , ডাকাতি, নারী ও শিশু নির্যাতন, সন্ত্রাসী কর্মকান্ডসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী রয়েছে। তাদেরকে সোমবার সকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
অভিযানে অংশ নেন সহকারি পুলিশ সুপার (উত্তর) মো. মসিউদ্দৌলাহ’র নেতৃত্বে সহকারি পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) লুৎফুর রহমান, রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির, থানার অফিসারসহ ৮০ জন ফোর্স । আসামীদের মধ্যে আলী আহমদ (২৪), রেবতী শীল(৪৫), কাজল দে(৪৫), আজগর আলী (২৬),আবুল কালাম(৫০), আজিজুল হক(৪০), রাজা মিঞা(৪২), হায়দার আলী(৩০), আবদুল কুদ্দুস প্রকাশ টেইন্যা(৩৫), মো. হায়দার(৩০), মো. আইয়ুব(৫৫), মো. নাছের(৪০), খলিলুর রহমান তালুকদার(৫০),মো. শফি(৩০), মফিজ আহম্মদ চৌধুরী(৩৫), দিদারুল ইসলাম(৩০), কা ন বাউরী(৩৫), আবদুল গফুর(৩০), মো. বদিউল(২২), আবদুল জলিল(৪২), মো. ইমরান(২০), মাঈন উদ্দীন (২৩) সহ মোট ২২জন আসামীকে গ্রেফতার করে পুলিশ।
রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির জানান, চলমান সন্ত্রাস বিরোধী অভিযান ব্লক রেইডে উপজেলার বিভিন্ন এলাকায় রাতভর অভিযান পরিচালিত হয়।