রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ায় নানামুখী উন্নয়ন কর্মকান্ড ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের কারণে দিন দিন বেড়ে যাচ্ছে ভূমির দাম। তাই এর সাথে পাল্লা দিয়ে দিন দিন বেড়ে চলেছে ভূমি সংক্রান্ত নানামুখি জঠিলতা। নিয়মিত বিভিন্ন অপ্রীতিকর ঘটনার জম্ম নিচ্ছে এই ভূমিকে কেন্দ্র করে। সুত্রে জানা যায় বিগত কয়েক বছরে রাঙ্গুনিয়ায় ভূমি সংক্রান্ত বিরোধ মামলা আগের তুলানায় বেড়ে হয়েছে কয়েক গুণ। ছোট ছোট টুকরায় বিভক্ত হয়ে কমে আসছে আবাধযোগ্য জায়গার পরিমাণ। পারিবারিক ও গ্রাম্য শালিসে বৈঠকের পর বৈঠক দিয়েও মিমাংশা করা যাচ্ছে না বিরোধ জঠিলতা। পরে থানা পুলিশের মধ্যস্থতায় প্রায় প্রতিদিনই বসছে ভূমি বিরোধ কিংবা ভূমি বিরোধের কারণে সংঘটিত হওয়া কোন অপ্রিতিকর ঘটনা মিমাংশার বৈঠক। এই নিয়ে সৃষ্ট নানা জঠিলতায় কেউ কেউ আবার কোর্টের নানা মামলায় হাজিরা দিতে দিতে হচ্ছেন নিঃস্ব। এদিকে অভিযোগ ওঠেছে সরকারী খাঁস জায়গাসহ নানা ধরনের জায়গা দখলে নিতে ভাড়ায় মিলছে সরকার দলীয় কতিপয় নেতাকর্মীকে। এক্ষেত্রে প্রথমে তারা জায়গা দখলে আনতে রাতারাতি বেড়া কিংবা ঠিনের ঘেরা দিয়ে দেয়। কোন কোন ক্ষেত্রে সাইনবোর্ডও জুলিয়ে দেয়। পরে জায়গার মালিক তা উদ্ধারে বিভিন্ন জায়গায় ধরনা দিলে তাকে হুমকির সম্মুখিন হতে হয়। কিংবা শারীরিক বা মানসিক নির্যাতনের স্বীকার হতে হয়। যদি কোন সময় জায়গার মালিকদের সাথে ভূমি দস্যূরা পেড়ে না ওঠে তখন জায়গার মালিক থেকে নানা খরচের ওজুহাতে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলার সরফভাটা এলাকার অবশরপ্রাপ্ত এক স্কুল শিক্ষক জানান, তার পৈতৃক প্রাপ্ত ভুমি নিয়ে আদালতে বিচার চলছে দীর্ঘদিন ধরে। এর মধ্যে ঐ ইউনিয়নের জনৈক সরকারী দলের এক নেতা আদালতের বিচারাধীন ভূমি নিয়ে প্রতিপক্ষের সাথে হাত মিলিয়ে ভূমি চেরে দিতে বিভিন্নভাবে হুমকি ও নানাভাবে হয়রানি করছে। তবে সঠিক পদক্ষেপ নিয়ে প্রত্যেক ভূমি সংক্রান্ত জঠিলতার সুষ্ঠু অবশানের ইঙ্গিত দিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এভাবে দিন দিন ভূমি সংক্রান্ত নানা হয়রানিতে জর্জরিতরা এর সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেছেন।