রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ। শনিবার (১৬ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিযে উপজেলা ব্যাপী তিনি এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুন আখতার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আকতার হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলাউদ্দিন আল আজাদ, ডা. ইমরান হোসেন, ডা. আবির দাস, সূর্যের হাসি ক্লিনিকের ক্লিনিক ম্যানেজার মোহাম্মদ মেজবাহ উদ্দিন প্রমুখ। উপজেলার মোট ১৫টি ইউনিয়ন ও ১ পৌরসভায় ৩৬৩টি কেন্দ্রে ৬-১২ মাস বয়সী ৬৪৫৭ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৫২৬৩২ জন শিশুকে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয় বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়।