রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা : রাঙ্গুনিয়ায় ডা. এস.এম কাউসার মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার (৩১মে) উপজেলা সদর ইছাখালী ইছামতি কমিউনিট সেন্টারে সম্পন্ন হয়। রাঙ্গুনিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি সফিউল আজম সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম. শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ কিশোর কুমার বড়–য়া। স্বাগত বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সম্পাদক মো. আকতার হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডা. এস.এম কাউসার মেধাবৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক বদি আহমদ চৌধুরী, এসোসিয়েশনের সহ সভাপতি মো. ফিরোজ আলম, সহ সম্পাদক নুরুল ইসলাম আজাদ, মেধা বৃত্তি পরীক্ষার প্রধান পরীক্ষক খিজির হায়াত, মাষ্টার নুরুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন এডভোকেট আজিম উদ্দীন লাভলু। বিশিষ্ট চিকিৎসত ডা. এস.এম কাউসারের পৃষ্ঠপোষকতায় রাঙ্গুনিয়ার ৫১টি কিন্ডারগার্টেন স্কুল ও প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ৭শত পরীক্ষার্থীদের মধ্যে থেকে ২৭৫ জনকে বৃত্তি প্রদান করা হয়। তন্মধ্যে ট্যালেন্টপুলে ৬১ জন, ১ম গ্রেডে ৯৫ জন এবং সাধারণ গ্রেডে ১১৯ জন ছাত্রছাত্রী বৃত্তি লাভ করেন।