জগলুল হুদা, রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ায় কোরবানীর পশুর হাট জমে উঠেছে। গতবারের চেয়ে এবারে দেশী গরুর চাহিদা বেশী থাকায় এবারের রাঙ্গুনিয়ায় কোরবানীর পশুর হাট জমে উঠেছে। ঈদের বাকী আর মাত্র কয়েকদিন। এর মধ্যে উপজেলার শান্তির হাট, গোচরা, রোয়াজার হাট, গোডাউন, মরিয়ম নগর চৌমুহনী, চন্দ্রঘোনা, পদুয়া, কোদালা, শিলক, সরফভাটা, রাণীর হাট, ধামাইর হাট বাজারে হরেক রকমের দেশীয় গরু, ছাগলে ভরপুর হয়ে জমে উঠেছে কোরবানীর পশুর বাজার। তবে গতবারের চেয়ে এবার দেশী গরুর দাম বেশী হলেও বাইরের গরুর দাম কম বলে জানিয়েছেন ক্রেতারা। তবে ছোট গরু কিনতে গিয়ে সাধারণ ও মধ্যবিত্ত ক্রেতা সাধারণকে তা ক্রয় করতে হিমশিম খেতে হ”েছ। বাজারে একেকটি গরুর দাম হাকাঁ হ”েছ এক লাখ থেকে তিন লাখ পর্যন্ত। এবার ভারত থেকে গরু আমদানী কমে যাওয়ায় দেশীয় গরুর চাহিদা গত বছরের তুলনায় অনেক বেড়ে গেছে বলে জানান বিক্রেতারা।
কাপ্তাই সড়কের গোডাউনসহ একাধিক পশুর হাট পরিদর্শন করে দেখা যায়, কানায় কানায় পূর্ন হয়ে জমে উঠেছে দেশীয় গরু-ছাগল। একেকটি গরুর ওজন ১৫ থেকে ২০ মণের উর্ধে হবে জানান বিক্রেতারা। বিক্রেতারা এসব বড় বড় গরু গুলির দাম হাকা”েছন সাড়ে তিন লাখ থেকে চার লাখ পর্যন্ত।
সাধারণ ক্রেতারা জানান, এবার দেশী গরুর মূল্য বৃদ্ধি হওয়ার কারণে তাদের কাছে ক্রয় করা কষ্টসাধ্য ও দুরুহ ব্যাপার হয়ে উঠেছে বলে জানান। এদিকে গরু বেপারীরা গরুর বাজারে চাঁদাবাজির অভিযোগ করেছেন। অতিরিক্ত চাঁদার দেয়ার কারনে গরু বেশী দামে বিক্রি করতে হ”েছ বলে অনেকেই স্বীকার করছেন।