জগলুল হুদা, রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া ছাত্রলীগের নবনির্বাচিত কমিটির সমর্থকদের সাথে পদবঞ্চিত সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ২ ছাত্রলীগ নেতা আহত হয়েছে। শনিবার (৩০ জুলাই) বিকালে এই ঘটনা ঘটে। আহত পোমরা ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমানকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও উপজেলা ছাত্রলীগ নেতা রাসেল রাসুকে স্থানীয়ভাবে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এ ঘটনায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের শান্তিরহাট ও ইছাখালী এলাকায় ব্যারিকেডে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার বিকালে নবনির্বাচিত ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা রাঙ্গুনিয়ার সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপিকে স্বাগত জানাতে রাঙ্গুনিয়ার প্রবেশ মুখ তাপ বিদ্যুৎ সংলগ্ন এলাকায় অপেক্ষমান থাকে। পরে পদবঞ্চিত ছাত্রলীগের কর্মী সমর্থকরাও একই এলাকায় উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে বাক বিতন্ডার একপর্যায়ে সংঘর্ষে বেঁধে যায়। সংঘর্ষে সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা রাসেল রাসু ও পোমরা ইউনিয়ন ছাত্রলীগ নেতা মফিজুর রহমানকে মারধর করে প্রতিপক্ষরা। এতে রাসেল রাসু আংশিক আঘাতপ্রাপ্ত হলেও মফিজ গুরুতর আহত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হামলার খবরে পেয়ে ছাত্রলীগের কর্মীরা চট্টগ্রাম-কাপ্তাই সড়কের শান্তিরহাট ও ইছাখালী এলাকায় ব্যারিকেড দিলে ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও উপজেলা আওয়ামীলীগ নেতাদের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
হামলার বিষয়ে উপজেলার নবনির্বাচিত ছাত্রলীগ সভাপতি নুরুল আলম জানান, ‘ড. হাছান মাহমুদ এমপিকে ফুল দিয়ে বরণ করতে গেলে কিছু অছাত্র আমাদের উপর হামলা চালায়। এতে উপজেলা ছাত্রলীগ নেতা গুরুতর আহত হয়। হামলার বিষয়টি ড. হাছান মাহমুদ এমপি কে আমরা জানিয়েছি।’
পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন জানায়, ‘ ড. হাছান মাহমুদ এমপি রাঙ্গুনিয়ায় আসার খবরে তাপবিদ্যুৎ এলাকায় স্বাগত জানাতে আমরা যায়। এখানে কয়েকজন ছাত্রলীগ কর্মীর সাথে আমাদের সমর্থিত কয়েকজন কর্মীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়।
রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ মো.হুমায়ুন কবির জানান, ব্যারিকেড দেয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে ব্যারিকেড তুলে নেয়। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।