রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে সার, বীজ ও কীটনাশক বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান ইউনিয়নের ডিলার আজিজ এন্ড সন্স এর নিজস্ব কার্যালয়ে বৃহস্পতিবার (১১ মে) অনুষ্ঠিত হয়েছে। সরফভাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কারিমা আক্তার, সরফভাটা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, নবনির্বাচিত উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. ইউনুচ, আওয়ামীলীগ নেতা আবুল কালাম, মো. হোসেন মেম্বার, আবুল কালাম চৌধুরী, আনোয়ারুল ইসলাম, জালাল আহমদ, খোরশেদ আলম সুজন, ইসমাইল মেম্বার, মাহবুব সিকদার, মো. রেজাউল করিম, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের অর্থ সম্পাদক জগলুল হুদা, মেসার্স আজিজ এন্ড সন্স’র সত্ত¡াধীকারী মো. আজিজ, ইউপি সদস্য মো. হারুন, মো. আলী, মো. আলমগীর, মো. শহীদুল্লাহ, মো. দিদার, মো. নাজের, আব্দুল মালেক, যুবলীগ নেতা মো. মহির, মো. শাহ আলম, হাসান মুরাদ, ছাত্রনেতা মো. সোহেল আরমান, মো. বেলাল, মো. রহিম প্রমুখ। উল্লেখ্য সরফভাটা ইউনিয়নের কৃষক দীর্ঘদিন ধরে ন্যায্য মূল্যে সার, বীজ ও কীটনাশক পাওয়া থেকে বি ত ছিল। সরফভাটা ইউপি’র বর্তমান চেয়ারম্যান বিষয়টি উপজেলা মাসিক সভায় বেশ কয়েকবার উপস্থাপন করলে কর্তৃপক্ষ তা আমলে নিয়ে এই কার্যক্রম চালু করে।