জগলুল হুদা, রাঙ্গুনিয়া সংবাদদাতা: রাঙ্গুনিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড দৈবকীনন্দন কাউসার নগর এলাকায় ইছামতি নদীতে ডুবে এক স্কুলের ছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার(৭ এপ্রিল) দুপুর ২ টায় চট্টগ্রাম ও রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের ডুবুর দল ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে নিহত স্কুল ছাত্রের লাশ উদ্ধার করে।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ দুলাল কুমার মিত্র জানান, পৌরসভার দেবকীনন্দন কাউসার নগর এলাকার মো. ইসকান্দরের পুত্র কাউসার নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র মো. ইফতেখার পাশ্ববর্তী ইছামতি নদীতে সকাল ১১ টায় গোসল করতে নামে। এরপর থেকে তার খোঁজ না পেয়ে অভিভাবকরা খোঁজাখুজি করেন। পরে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা আগ্রাবাদের বিভাগীয় ফায়ার স্টেশন থেকে ডুবুরি ডেকে আনেন।
দুপুর দুইটায় ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টা চেষ্ঠা চালিয়ে শিশু ইফতেখার হোসেনের লাশ উদ্ধার করেন। শিশুটির মৃতদেহ উদ্ধার করে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে রাঙ্গুনিয়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই