জগলুল হুদা, রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের সৈয়দাবাদ এলাকার আশ্রয়ন পল্লীতে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান বিতরন করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কাতার বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহসভাপতি আবদুল মোনাফ মান্নান ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের মাঝে ৫০ কেজি করে চাউল বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ সদস্য মো. ইউনুছ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাছির উদ্দিন রিয়াজ, আওয়ামী লীগ নেতা হাজী আবদুল হক, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক আবু তৈয়ব ছিদ্দিকী, যুবলীগ নেতা বাদশাহ আলম, মো. ইব্রাহিম, ইমাম উদ্দিন খোকন, আবুল বশর, এরশাদ মিয়া, মঞ্জুর হোসেন, শাহ আলম প্রমুখ।
উল্লেখ্য উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের সৈয়দাবাদ এলাকার আশ্রয়ন প্রকল্পের ইউনিট ২ এ গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) হঠাৎ করে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখায় মুহুর্তের মধ্যে আগুন আশ্রয়ন প্রকল্পের ১০ টি ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে মো. ফোরকান, মো. মানিক, মো. কাশেম, মো. জসিম, কপিল উদ্দিন, মো. লিটন, মো. হানিফ, মোছাম্মৎ বানু, মো. তারেক ও মো. আলাউদ্দিনের বসতঘরে রক্ষিত নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। অগ্ন্কিান্ডের খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার ষ্টেশনের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ছুলার আগুন থেকে এই অগ্নিকান্ডের সুত্রাপাত হয় বলে জানা যায়। অগ্নিকান্ডে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।