রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ মানুষের জীবনটা হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র, জীবন যুদ্ধে জয়ী হতে হলে প্রত্যেক শিক্ষার্থীদের মাঝে স্বপ্ন দেখতে হবে। স্বপ্নহীন মানুষ জীবন যুদ্ধে জয়ী হতে পারেননা। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের নিয়ে স্বপ্ন দেখতে হবে। জীবন চলার পথে মাথার উপর থেকে অনেক আচ্ছাদন হারিয়ে যাবে তাতে হারিয়ে গেলে চলবেনা। শুধু মেধাবী শিক্ষার্থী হলে সমাজের কোন উন্নয়ন হবেনা। শিক্ষার্থীদের মাঝে মেধার সাথে বিবেক, দেশাত্ববোধ ও মূল্যবোধের সমন্বয় থাকতে হবে। শুধু নিজের স্বপ্ন বাস্তবায়ন করলে হবেনা, সমাজের স্বপ্ন ও বাস্তবায়ন করতে হবে। যাদের মাঝে এসবের সমন্বয় আছে তারাই জীবনে প্রতিষ্ঠার শিখরে উঠতে পেড়েছে। মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে হবে। মাদক একজন ব্যক্তিকে নয় পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। শিক্ষার্থীরা যাতে মাদকের ছোঁয়া পেতে না পারে সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি গতকাল শনিবার (৯ এপ্রিল) রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগর ইউনিয়নের সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ের চার যুগ পূর্তি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ আলী আহমদের সভাপতিত্বে শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম মজুদার, পৌরসভার মেয়র আলহাজ্ব শাহজাহান সিকদার, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়–য়া, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক মীর আহমেদ মীরু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রেহেনা আখতার, রাঙ্গুনিয়া থানার ওসি মো. হুমায়ুন কবির, পতেঙ্গা থানার ওসি মো. আলমগীর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, উত্তর জেলা আ’লীগের স্বাস্থ্য সম্পাদক ইদ্রিছ আজগর, সদস্য নজরুল ইসলাম তালুকদার, আ’লীগ নেতা আকতার হোসেন খাঁন, মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, জসিম উদ্দিন তালুকদার, আহমদ ছৈয়দ তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু, ইউপি চেয়ারম্যান মুজিবুল ইসলাম সরফি, এনামুল হক মিয়া, জাহেদুর রহমান তালুকদার, রহিম উদ্দিন চৌধুরী, পৌর কাউন্সিলর জালাল উদ্দিন প্রমূখ।
প্রধান অতিথি বলেন, সোনারগাঁও স্কুলের শিক্ষার্থীরা ইতিমধ্যে বিতর্কসহ বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নিয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মধ্যে অন্যতম একটি বিদ্যাপীঠ হিসেবে স্থান করে নিয়েছে। শিক্ষার মানের এই ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে এই স্কুল দেশকে চমকে দিবে।