রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের বাচাশাহনগরের একটি শতবর্ষী কবরস্থান দখল করে পাকা স্থাপনা নির্মানের অভিযোগ পাওয়া গিয়েছে। কবরস্থান দখলের বিষয়ে ইউপি মেম্বারসহ স্থানীয়রা রাঙ্গুনিয়ার এম.পি ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম জেলা প্রশাসক, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাঙ্গুনিয়া মডেল থানা ও পোমরা ইউনিয়ন পরিষদ বরাবর অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার পোমরা ইউনিয়নের মহত্তরখীল এলাকায় মুসলিমদের দাফনের জন্য পোমরা মৌজার আর.এস ২২৩১৩ , বি.এস ৩৯২২১ দাগের ৪৮ শতক জমি স্থানীয়রা শতবর্ষ ধরে কবরস্থান হিসেবে ব্যবহার করে আসছে। দীর্ঘদিন ধরে অরক্ষিত কবরস্থানের জায়গা দখলের পাঁয়তারা শুরু করে স্থানীয় কতিপয় প্রভাবশালী লোক। ইতিপূর্বে তারা স্থানীয় বিভিন্ন ভাবে প্রভাব বিস্তার করে আগে কিছু জায়গা জবর দখল করে নিজেদের দখলে আনে। কিন্তু তাদের লোলুপ দৃষ্টি পড়ে পুরো কবরস্থানের জায়গার উপর। সম্প্রতি তারা জমি দখলের উদ্দেশ্যে কবরস্থানের জায়গার উপর ইট, বালি নিয়ে বাউন্ডারী ওয়াল নির্মাণ শুরু করলে স্থানীয়রা তাতে বাঁধা প্রদান করেন। এরপরও ভূমি দস্যুরা বিভিন্নভাবে বাউন্ডারী ওয়াল নির্মাণের পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। কিন্তু এভাবে কবরস্থানের জায়গা গ্রাস করতে থাকলে এলাকার মুসলিম জনসাধারণের মৃত ব্যক্তিদের কবরস্থ করা দু:সাধ্য হয়ে পড়বে। তাই কবরস্থানের জায়গা দখলমুক্ত করতে ইউপি মেম্বারসহ এলাকাবাসীরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাঙ্গুনিয়ার সাংসদ ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম জেলা প্রশাসক, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাঙ্গুনিয়া মডেল থানা ও পোমরা ইউনিয়ন পরিষদ বরাবরে অভিযোগ দায়ের করেছেন।
ইউপি সদস্য শহীদুল ইসলাম টুনু ও সাবেক ইউপি সদস্য গ্রাম সর্দার মো. ইদ্রিছ মিয়া জানান, এটি শতবর্ষী কবরস্থান। দীর্ঘদিন ধরে স্থানীয়রা এটিকে কবরস্থান হিসেবে ব্যবহার করে আসছে। এর নির্ধারিত ৪৮শতক জায়গা কবরস্থানের নামে আরএস ও বিএস জরীপ থাকলেও স্থানীয় কতিপয় লোক এটি দখলের পাঁয়তারা চালাচ্ছে। কিন্তু এভাবে কবরস্থানের জায়গা দখল হতে থাকলে ভবিষ্যতে জনসাধারণের কবরস্থ করা দু:সাধ্য হয়ে পড়বে। ইতিমধ্যে বিভিন্ন সরকারী দফতরে উপযুক্ত প্রমাণসহ অভিযোগ দায়ের করেছি। তারা এটি উদ্ধার ও রক্ষনাবেক্ষনের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেছেন।
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন জানান, পোমরায় কবরস্থান দখলের বিষয়ে স্থানীয়রা লিখিত অভিযোগ দায়ের করেছে। এ বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।