জগলুল হুদা, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : রাঙ্গুনিয়া পৌর এলাকায় ড. হাছান মাহমুদ এমপি’র পক্ষে ভিজিএফের চাল বিতরণ করেছেন রাঙ্গুনিয়া পৌরসভার প্যানেল মেয়র মো. সেলিম। গত ২৭ জুন পৌরসভার উত্তর ঘাটচেক ৩ নং ওয়ার্ডে গরীব ও দু:স্থ ৩০০ জনের মাঝে আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ করা হয়। পর্যায়ক্রমে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের আওতায় এসব চাল বিতরণ করা হচ্ছে বলে তিনি জানান। চাল বিতরণ কালে উপস্থিত ছিলেন পৌরসভা মহিলা কাউন্সিলর ইয়াছমিন আক্তার, আওয়ামীলীগ নেতা সাইদুর রহমান মিন্টু, দুলাল মিঞা, স্বপন বড়–য়া খালু, যুবলীগ নেতা মো. হারুন, আবু ছালেহ প্রমুখ।