রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলা কোদালা ইউনিয়নের কোদালা উচ্চ বিদ্যালয়ে বাল্যবিয়ে প্রতিরোধে নাটিকা প্রদর্শন ও সমাবেশ বুধবার(৯ নভেম্বর) স্কুল মিলনায়তনে পরিচালনা পরিষদ সভাপতি কাউছার নূর লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন। স্কুলের সিনিয়র শিক্ষক দেবল বড়–য়ার স ালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সোনিয়া সফি, একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, কোদালা ইউপি চেয়ারম্যান আবদুল কাইয়ুম তালুকদার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাব, কোদালা চা বাগানের সিনিয়র সহকারি ম্যানেজার রাশেদ মাহমুদ রুবেল, শিক্ষক বদিউল আলম , রঞ্জন বড়–য়া, জহির কোম্পানী, এম. খোরশেদ, মো. মহিবুল্লাহ, ইউপি সদস্য মো. ইসহাক , ডা. জুয়েল বড়–য়া, মো. লিয়াকত , মো. সুলতান , মো. লোকমান , মো. সেলিম, আবদুল জব্বার, মো. নুরুল আজিম, মো. কুসুম প্রমুখ।