জগলুল হুদা, রাঙ্গুনিয়া সংবাদদাতা : রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনের বিস্তীর্ন জায়গা দখলের চেষ্ঠা চালিয়েছে এলাকার চিহ্নিত ভূমিদস্যু সিন্ডিকেট। উপজেলা প্রশাসনের প্রতিরোধে জায়গা দখলের সকল প্রচেষ্ঠা ব্যর্থ হয়ে পড়ে। ইসলামপুর ইউপি চেয়ারম্যান এম. সিরাজুদ্দৌলা দুলাল জায়গা দখলের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে পুলিশ গিয়ে জায়গাটি দখল মুক্ত করে।
ইউপি চেয়ারম্যান সিরাজুদ্দৌলা দুলাল জানান, বুধবার (২৭ জুলাই) সকালে স্থানীয় চিহ্নিত ভূমিদস্যুরা গাবতল এলাকায় ইউপির পুরাতন ভবনের প্রায় ২ একর জায়গা দখলের জন্য পরিষদ ভবনের জায়গার সাইনবোর্ড ভেঙ্গে ফেলে। এছাড়াও জায়গার বিভিন্ন জাতের গাছপালা কেটে ফেলে। জায়গা দখলের বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি দ্রুত সময়ে ঘটনাস্থলে পুলিশ পাঠায়। ভূমিদস্যুরা পুলিশ আসার খবর পেয়ে জায়গা থেকে দ্রুত পালিয়ে যায়। ইসলামপুর ইউনিয়নের কোনো হাট বাজার না থাকায় ঐ জায়গাটি হাট বাজারের জন্য নির্ধারন করা হয়। জায়গাটির চতুর্পাশে কাটা তারের ঘেড়া দিয়ে সাইনবোর্ড টাঙিয়ে দেয়া হয়। জায়গাটি খালি থাকায় ভূমিদস্যু সিন্ডিকেটের লোলুপ দৃষ্টি পড়ে। দীর্ঘদিন ধরে তারা জায়গটি দখলের নেয়ার পাঁয়তারা করে আসছে। জায়গাটি দখলমুক্ত হওয়ার পরও ভূদিস্যুরা আবারো জায়গাটি দখলে নিতে বিভিন্ন প্রচেষ্ঠা চালাচ্ছে।
ইউপি মেম্বার আছাদুজ্জামান চৌধুরী জানান, পুরো ইসলাপুরে কোনো হাট বাজার নেই। রাস্তার পাশে হাট বাজার বসার কারনে জন দূর্ভোগ বেড়ে গেছে। হাট বাজারের জন্য জায়গাটি খুবই গুরুত্বপূর্ন। সরকারিভাবে বরাদ্দ দিয়ে এর আগে কাটা তাঁরের ঘেড়া দেয়া হয়। পরিষদের মূল্যবান এই জায়গাটি ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করতে বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেড়া দেয়া প্রয়োজন।
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম মজুমদার জানান, ইউপি চেয়ারম্যানের অভিযোগের প্রেক্ষিতে জায়গাটি দখলমুক্ত করতে থানা পুলিশ জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জায়গাটি দখল মুক্ত করে।
রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির জানান, ইউনিয়ন পরিষদের জায়গাটি দখলের খবরে পুলিশ পাঠিয়েছি। জায়গাটি যাতে কেউ দখল করতে না পেরে এ বিষয়ে সজাগ রয়েছি।