খেলাধুলা ডেস্ক : রংপুর সেনানিবাসের গলফ ক্লাব গ্রাউন্ডে আয়োজিত তিন দিনব্যাপী ‘নীলসাগর কাপ গলফ টুর্নামেন্ট-২০১৭’ শুক্রবার সন্ধ্যায় বর্ণাঢ্য পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে।
নীলসাগর গ্রুপ-এর পৃষ্টপোষকতায় আয়োজিত উক্ত টুর্নামেন্টে দেশের বিভিন্ন গলফ ক্লাবের শতাধিক গলফার টুর্নামেন্টের বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করেন। রংপুর গলফ ক্লাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুরুষ বিভাগে ব্রিগেডিয়ার জেনারেল আমিন আকবর বিজয়ী এবং মেজর জেনারেল মাসুদ রাজ্জাক বেস্ট গ্রস পুরস্কার লাভ করেন। লে: কর্নেল মামুন রানার আপ এবং ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব সরোয়ার ২য় বেস্ট গ্রস পুরস্কার লাভ করেন। ২য় রানার আপ হন লেঃ কর্নেল শামীম এবং ব্রিগেডিয়ার জেনারেল শামিম ৩য় বেস্ট গ্রস পুরস্কার লাভ করেন।
কর্নেল আজিজুল কাহহার ৩য় রানার আপ, মেজর আশরাফ ম্যাক্সিমাম পার এবং মোস্তাভী রহমান লংগেস্ট ড্রাইভ পুরস্কার লাভ করেন। মহিলা বিভাগে বিজয়ী হন মিসেস সাহিদা ফজল এবং নাসরিন হক ববি বেস্ট গ্রস পুরস্কার লাভ করেন।
জুনিয়র বিভাগে বিজয়ী সাদাত ও ওয়াসেকা রানার আপ হন। সাব জুনিয়র বিভাগে আইরিন বিজয়ী, মম রানার আপ এবং সাবা ২য় রানার আপ হন।
পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মোঃ মাসুদ রাজ্জাক, নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৗশলী মোঃ আহসান হাবীব লেনিনসহ অন্যান্য অতিথিবৃন্দ। (বাসস)