ডেস্ক নিউজ : বরাবরের মতো এবারো হুসাইন মোহাম্মদ এরশাদ ও লাঙ্গলের প্রতি অবিচল আস্থা রাখায় রংপুরবাসীকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি এবং ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি। এছাড়া সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ায় সরকার, নির্বাচন কমিশন, রংপুরের স্থানীয় প্রশাসন, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গণমাধ্যম কর্মীদেরও অভিনন্দন জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার সন্ধ্যায় পৃথক বিবৃতিতে এই অভিনন্দন জানান তারা।
এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, এরশাদ, জাতীয় পার্টি আর রংপুরের জনতা একে অপরের পরিপূরক। রংপুরবাসী জাতীয় পার্টির আত্মার পরম আত্মীয়। বরাবরের মতো এবারো তারা লাঙল মার্কাকে তাদের আস্থার প্রতীক হিসেবে গ্রহণ করায় জাতীয় পার্টির সারাদেশের নেতাকর্মীদেরও অভিনন্দন জানাচ্ছি। একইসঙ্গে আমাদের প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফাকে জানাচ্ছি অভিনন্দন। এছাড়া নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সরকার, নির্বাচন কমিশন এবং সাংবাদিকদেরকেও অভিনন্দন জানিয়েছেন।
আলাদা বিবৃতিতে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, রংপুরবাসী হলো জাতীয় পার্টির প্রাণশক্তি। তারা সেটা বারবার প্রমাণ করেছে। এবারো তারা লাঙলের উপর ভরসা রাখায় আমি ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সকল নেতাকর্মী ও ঢাকাবাসীর পক্ষ থেকে আমার প্রিয় রংপুরবাসীকে অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে এই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও নির্বাচন কমিশনকে অভিনন্দন জানাচ্ছি।