ডেস্ক নিউজ: বিশিষ্ট সংগঠক, সিলেটের কৃতি সন্তান, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, যুক্তরাজ্যের বিশিষ্ট শিল্পপতি এম জাকির হুসেন সামাজিক, সাংকৃতিক, রাজনীতিক, কবি, সাহিত্যিক, কলামিস্ট, শিল্পী, গণমাধ্যম কর্মী, ফেসবুক বন্ধু, যুক্তরাজ্যসহ সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে শুভেচ্ছা জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় এম জাকির হুসেন বলেন, এক মাস সংযমের পর আমাদের মাঝে খুশির ঈদ হাজির হয়েছে। যারা একমাস পবিত্রতায় স্নিগ্ধ হয়েছেন, তাদের সবাইকে শুভেচ্ছা।
তিনি আরো বলেন, ‘রোজার মাসে ভালো কাজ ও সৎপথে থাকতে চাই। এ মাসে আমরা আরো সুযোগ নেই শয়তানের বন্দিত্বের। ফলে আমাদের রিপুগুলো নিয়ন্ত্রণে থাকে। এ মাসে আমরা সংযম পালন করি, আমরা প্রকৃত মনুষ্যত্ব প্রতিষ্ঠার প্রয়াস পাই। স্বাভাবিকভাবে ঈদ হয় বড় ধরনের তৃপ্তির বিষয়। তাই এটি একটি শ্রেষ্ঠ উৎসব’।
‘এই উৎসবে আমরা চাই ধনী-গরিব ও আবাল-বৃদ্ধ-বণিতার সমতাভিত্তিক অংশগ্রহণ। আমরা প্রত্যেকেই নিজেদের ক্ষমতামতো দুর্বলদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেই। এই পবিত্র ও খুশির উৎসবে আমি সিলেটসহ সমগ্র দেশবাসীর মঙ্গল ও সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠা কামনা করি। সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় এই উৎসব মূল্যবান অবদান রাখবে বলে আমি মনে করি’।