মানুষ মানুষের জন্য এ অঙ্গিকার নিয়ে গঠিত মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় মানবসেবা নামক একটি সামাজিক সংস্হা। পবিত্র মাহে রমজান উপলক্ষে সংগঠনের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউপিতে পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়ছে। গত২৬ মে ২০১৭ সকালে রাজনগর সদর ইউপি চেয়ারম্যান জনাব দেওয়ান খায়রুল মজিদ ছালেক,এ সময় অন্যানদের মধ্য উপস্হিত ছিলেন,ইউপি সদস্য দেওলোয়ার হোসেন বাবলু,সমাজসেবক হারুনুর রশিদ,গিয়াস সুলতান,মানবসেবার প্রতিনিধি এম সুজেল খান।এ দিকে ঐ দিন সকালে টেংরাবাজার ইউপিতে ইফতার সমগ্রী বিতরণ উপ লক্ষে স্হানীয় আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্য আব্দুস সোবহান ধন মিয়ার সভাপতিত্বে এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,ডেফলউরা ইসলামী সামাজিক সংস্হার সভাপতি মাহমুদুর রহমান, ইউপি সদস্যা ইয়ারুন বেগম,আলমগির হোসেন রাজন,উদীয়মান তরুণ সমাজ সেবক মানবসেবার ইউপি প্রতিনিধি এম সুজেল খাঁন,মোঃ ইমন খাঁন,বদরুল ইসলাম,বিলাল আহমদ,আঃ কাশেম,প্রবাসী গিয়াস সুলতান সহ অনেকে।এ দিকে আজ ২৭মে সকালে রাজনগর উপজেলার কামারচাক ইউপিতে সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবসেবা সংগঠনের মূখপাএ সৌদিআরব প্রবাসী এম আঃ হাই ছালাম জানিয়েছেন পর্যায়ক্রমে রাজনগর উপজেলার ৮ টি ইউপিতে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হবে।