মৌলভীবাজার থেকেঃ পিএসসি, জেএসসি ও এসএসসিসহ প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শ্রেণীর বার্ষিক ফাইনাল পরীক্ষাকে সামনে রেখে মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়ামে আন্ত: কলেজ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রতিদিনই বিক্রি হচ্ছে দৈনিক আশার আলো র্যাফেল ড্র নামক ২০ টাকা মূল্যের রমরমা ‘লটারী বাণিজ্য । অবৈধ লটারীর ফাঁদে পড়ে নি:স্ব হচ্ছেন এ জেলার যুবকসহ সাধারণ মানুষ।
এতে করে পুরো জেলায় চুরি ডাকাতি ছিনতাইসহ নানা অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ার আশংঙ্কা করছেন স্থানীয় এলাকাবাসী । লটারী ব্যবসায় জেলার সর্বস্তরের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্থ হলেও কোটি কোটি টাকা লুটে নিচ্ছে লটারী ব্যবসায়ীরা। প্রতিদিনই প্রশাসনের নাকের ডগায় এমন রমরমা লটারী বাণিজ্য হলেও রহস্যজনক কারণে প্রশাসন রয়েছে নির্বিকার।
লোভনীয় নানা পুরষ্কার পাওয়ার নেশায় ফতুর হচ্ছেন নিম্ন আয়ের সাধারণ মানুষ। জেলা ও উপজেলায় প্রায় ১৩০ টি লটরি বিক্রির জন্য গাড়ি ,সিএনজি, ও রিক্রশা বেরকরা হচ্ছে লটারী ক্রেতাদের অভিযোগ প্রতিদিনই প্রায় ১২-১৫ লক্ষ টাকার লটারীর টিকিট বিক্রি হলেও ১-২টি মোটরসাইকেল ছাড়া দায়সারা কয়েকটি পুরস্কার দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণায় মাধ্যমে ওই চক্রটি হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা।