বিশেষ প্রতিনিধি।। প্রতিবন্ধী সেবা প্রতিষ্ঠান “মানুষ মানুষের জন্য” এর সার্বিক কার্যক্রম পরিদর্শন ও আলোচনা সভা মৌলভীবাজারে চাঁদনীঘাটের বলিয়ারবাগে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ আগস্ট) দুপুর ২টায় সংগঠনের সাধারণ সম্পাদক জাবেদ আহমেদের পরিচালনায় ও চেয়ারম্যান শামসুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যের কেনারী ওয়ার্ফসের সহকারী পরিচালক জাকির খান।
এসময় ‘মানুষ মানুষের জন্য’র সকল কার্যক্রম পরিদর্শন করেন জাকির খান এবং সংগঠনের যাবতীয় কার্যক্রম যুক্তরাজ্যে কমিউনিটি জনগোষ্ঠীর কাছে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, অসহায় প্রতিবন্ধীদের সেবায় সবাইকে এগিয়ে আসা উচিত। বিশেষ করে প্রবাসীদের সাহায্য এই খাতে আরো বাড়ানো দরকার। মৌলভীবাজারে প্রতিবন্ধীদের সেবায় গড়ে ওঠা এই সংগঠনের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখা প্রয়োজন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার ইমরানুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন, বাউল কল্যাণ সিলেট বিভাগীয় সভাপতি কামাল উদ্দিন ও সাংবাদিক গিয়াস আহমেদ,সাংবাদিক এমদাদুল হক প্রমুখ।