মৌলভীবাজার প্রতিনিধি॥ ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য মৌলভীবাজার পৌর নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়ায় ফজলুর রহমানকে সম্বর্ধনা দিয়েছে জেলা যুবলীগ। এ সময় জেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, ক্রীড়া সংস্থা, রাজনগর উপজেলা যুবলীগ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, পৌর আওয়ামীলীগ সহ বিভিন্ন সংগঠন তাঁকে ফুল দিয়ে বরণ করে নেয়। ভেদাভেদ ভুলে দলের অনেক নেতাকর্মী তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। একই সাথে ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। ২ ডিসেম্বর বুধবার বিকেলে দলীয় মনোনয়ন নিয়ে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে পৌঁছলে জেলা যুবলীগ সভাপতি ফজলুর রহমানকে স্বাগত জানান আওয়ামীলীগের জেষ্ঠ্য নেতা সহ সর্বস্তরের নেতাকর্মীরা। সহ-সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাহিদ আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বর্ষীয়ান নেতা জেলা পরিষদ প্রশাসক, গণপরিষদ সদস্য আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নেছার আহমদ, সহ-সভাপতি আজমল হোসেন, সাংগঠনিক সম্পাদক মিছবাহুর রহমান, মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সভাপতি কামাল হোসেন, সাবেক এমপি হোসনে আরা ওয়াহিদ, জেলা জাসদের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন নজরুল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন, রাজনগর উপজেলা যুবলীগ সভাপতি মিলন বখত, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, পূজা উদযাপন পরিষদের সভাপতি পঙ্কজ রায় মুন্না, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন, জেলা ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান রনি প্রমুখ।এর আগে ফজলুর রহমান নেতৃবৃন্দদের নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। এর আগে হযরত শাহ মোস্তফা (রঃ) এর মাজার জিয়ারত এবং প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর কবর জিয়ারত করেন তিনি।ফজলুর রহমান জেলা যুবলীগ সভাপতি, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহি সদস্য ও জেলা আওয়ামীলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।