মৌলভীবাজার প্রতিনিধি: স্থানীয় জনগণের ভালোবাসায় সিক্ত হলেন প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী মহসিন আলীর স্ত্রী সৈয়দা সায়রা মহসিন। নৌকা প্রতীক নিয়ে নির্বাচনের লড়ার অনুমতি নিয়ে আজ মঙ্গলবার এলাকায় ফিরলে দলের শত শত নেতাকর্মী ও সমর্থক তাকে সংবর্ধনা জানায়।
মৌলভীবাজার-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের পক্ষে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী ৮ ডিসেম্বর এই আসনে উপ নির্বাচন হবে।
আজ বিকার ৪টায় শহীদ মিনার প্রাঙ্গনে সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মসুদ আহমেদের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তৃতা করার সময় সায়রা মহসিন বলেন, ৩৫ বছরের সংসার জীবনে আমার প্রয়াত স্বামী সৈয়দ সহসিন আলীকে কোন কিছুতেই লোভ করতে দেখিনি।
আমি আমার স্বামীর নীতি ও আদর্শের প্রতি অটল থেকে আপনাদের সেবায় কাজ করে যেতে চাই। তিনি বলেন, আপনাদের জন্য আমার দরজা আগের মতই খোলা থাকবে। এ সময় সায়রা মহসিনের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: ফিরোজ, মো মুহিবুর রহমান তরফদার, মিহির কান্তি দে প্রমুখ।
সৈয়দ সায়রা মহসিন ঢাকা থেকে ছোট সাদা রঙের বাস নিয়ে সড়ক পথে মৌলভীবাজারে এসেই প্রথমে ছুটে যান হযরত সৈয়দ শাহ মোস্তফা (র:) মাজারে। সেখানে অনেকের সঙ্গে চিরনিদ্রায় শায়িত প্রয়াত স্বামী সৈয়দ মহসিন আলী।
রবিবার রাতে গণভবনে আওয়ামীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের পার্লামেন্টারি বোর্ডের সভায় উপ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে সৈয়দা সায়রা মহসিনের মনোনয়ন চূড়ান্ত করা হয়।
সমাজকল্যান মন্ত্রী সৈয়দ মহসিন আলী গত ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর এই আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।
ঘোষিত তফসিল অনুযায়ী রির্টানিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১১ নভেম্বর বিকাল ৫টা । মনোনয়নপত্র বাছাই ১৪ নভেম্বর এবং প্রত্যাহারের শেষ সময় ২১ নভেম্বর ।