সোমবার ৯ জানুয়ারি মৌলভীবাজারে উন্নয়ন মেলার উদ্ধোধন কেন্দ্র করে জেলা প্রশাসনের আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুুিষ্টত হয়েছে।
রোববার (৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় জেলার কর্মরত সকল সংবাদিকদের নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম,স্থানীয় সরকার (উপসচিব) মোঃ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আশরাফুর রহমান, জেলা তথ্য অফিসার মো: ইমরানুল হাসান।
সংবাদ সম্মেলনে জানানো হয় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত মেলায় মোট ৭০ টি স্টল থাকবে। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। মেলায় জেলা ই-সেবা কেন্দ্র সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ই-তথ্য সেবা সাধারণ মানুষকে দিয়ে থাকবে ।
উক্ত সংবাদ সম্মেলনে জেলা অনলাইন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।