কার্গো হ্যান্ডলিং ও অনুন্নত পরিবেশে কার্গোর মালামাল যত্রতত্র রাখা এর অভিযোগ এতোদিন দিন ধরে শুনা যাচ্ছিল এয়ারপোর্টের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে, কিন্ত এখন প্রতিনিয়ত শুনা যাচ্ছে দেশের অভ্যন্তরীণ কুরিয়ার সার্ভিসের ব্রাঞ্চ গুলোর বিরুদ্ধে।
সম্প্রতি মৌলভীবাজার শহরে সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রাঃ)লিঃ নামে একটি কুরিয়ার সার্ভিস এর ব্রাঞ্চে গিয়ে দেখা গেলো অনুন্নত পরিবেশে কার্গোর মালামাল যত্রতত্র ময়লা আবর্জনার মধ্যে রাখা হয়েছে।
আজ ১৩ই এপ্রিল ২০১৭ইং বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো হ্যান্ডলিংয়ে অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। এতে অসন্তোষ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো হ্যান্ডলিং ব্যবস্থাপনা সম্পর্কিত এক জরুরি সভায় তিনি অসন্তুষ্টির কথা জানান।
এ সময় তিনি আগামী তিন দিনের মধ্যে খোলা আকাশের নিচে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা মালামালসমূহ কার্গো কমপ্লেক্সে রাখার নির্দেশ দেন।
এদিকে মৌলভীবাজার শহরের বাসিন্দারা বলেন, বর্তমান সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন শাহ্ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো হ্যান্ডলিংয়ে সুষ্টু ব্যবস্থাপনার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন, এটি নিঃসন্দেহে প্রশংসনীয় একটি ভূমিকা। মৌলভীবাজার শহরের বাসিন্দারা বলেন, মৌলভীবাজারে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ব্রাঞ্চের সাইনবোর্ডে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস অফিসে সেবার কথা লেখা থাকলেও কাজের সাথে কর্মের একদম মিল নেই।
শহরবাসীরা বলেন, এমতাবস্থায় যদি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সুনজর দেন; তবেই ফিরে আসবে কার্গো অফিসে সুষ্টু নিয়ম শৃঙ্খলা এবং মূল্যবান মালামাল গুলোও ক্ষতিগ্রস্ত হবে না।