আব্দুল হামিদ মাহবুবঃ ‘তারুণ্যকে জাগিয়ে, সামনে যাব এগিয়ে/যত শুভ-সুন্দর, আমরা দেব কদর’—এই প্রত্যয় নিয়ে গত ২৫ আগস্ট কালের কণ্ঠ শুভসংঘের মৌলভীবাজার কমিটি গঠিত হয়েছে। কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক আবদুল হামিদ মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শহরের একঝাঁক তরুণ উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।
একে একে সবাই মতামত ব্যক্ত করে বলেন, তরুণদের জাগিয়ে তুলে সব শুভ কাজের সঙ্গে তাদের যুক্ত করতে পারলে সমাজ থেকে অশুভ ও অসুন্দর দূর করা সম্ভব।
পরে সবার সম্মতির ভিত্তিতে ২৯ সদস্যের মৌলভীবাজার জেলা কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত হন যথাক্রমে রাশেদা বেগম ও তাকবির হোসেন। সহসভাপতি উবায়দুর রহমান ও গণেশ চন্দ্র দেব, যুগ্ম সম্পাদক আলিম আল মুনিম ও দুলাল হোসেন জুমান, সাংগঠনিক সম্পাদক সোহান হোসাইন হেলাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেল মিয়া, কোষাধ্যক্ষ ফজলে হাসান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কয়ছর আহমদ, সমাজকল্যাণ সম্পাদক ছাদিকুর রহমান, ক্রীড়া সম্পাদক তানভীর হোসেন, নারীবিষয়ক সম্পাদক লতিফা নিলুফার, কার্যকরী সদস্য মো. জাহাঙ্গীর হোসেন, মো. আকরাম, তনয় খান, টিপু সুলতান, শেখ সাইফুর রহমান ্প্রমুখ।
এই কমিটিকে পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক আবদুল হামিদ মাহবুবকে প্রধান উপদেষ্টা করে পাঁচ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা হচ্ছেন—বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক সৈয়দ মোসাহিদ আহমদ চুন্নু, নাট্যব্যক্তিত্ব খালেদ চৌধুরী, সমাজকর্মী এম মুহিবুর রহমান মুহিব ও বরমচাল কলেজের সহকারী অধ্যাপক ফেরদৌসী সুলতানা।
কমিটি গঠনের পর নতুন কমিটির সভাপতি ও হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম বলেন, ‘মৌলভীবাজার থেকে মাদক ও ইভ টিজিং নির্মূলে আমি আমার এই সব সঙ্গীকে নিয়ে কাজ করতে চাই। কাজ করতে চাই সব অশুভ ও অসুন্দরের বিরুদ্ধে। যেখানেই অন্যায়-অবিচার দেখব, সেখানেই আমরা শুভসংঘের সদস্যরা প্রতিরোধ গড়ে তুলব।
এর জন্য সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা লাগবে। সেই সহযোগিতা আমরা পাব বলে আশা করি। ’