এস.এম. সাইফুল ইসলাম কবির: মোরেলগঞ্জে ছাত্রলীগের মানববন্ধন বিদেশে পলাতক জাতীর জনক বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার দাবিতে বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগ। রোববার দুপুরে মোরেলগঞ্জ কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতৃত্ত্ব দেন মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদকমোঃইব্রাহীম হোসেন ফরাজী সাঃ সম্পাদক পৌর আরো উপজেলা ছাএলীগের সাজিদুল ইসলাম জুয়েল ও মেহেদি হাসান শুভ। প্রমূখ। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের কর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব শহিদুল ইসলাম খান, যুবলীগ আহ্বায়ক মোজাম্মেল হোসেন মোজাম, পৌর যুবলীগের আহ্বায়ক আসাদুজ্জামান বিপু,আরিফুল ইসলাম, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সুমন
মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদকমোঃইব্রাহীম হোসেন ফরাজী সাঃ সম্পাদক পৌর আরো উপজেলা ছাএলীগের সাজিদুল ইসলাম জুয়েল ও মেহেদি হাসান শুভ। মানববন্ধন শেষে ছাত্রলীগ নেতাদের একটি দল মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমান কাছে স্মারকলিপি প্রদান করেছেন।
স্মারকলিপিতে বলা হয়, ফাঁসির রায়ের সাত বছর পরও পলাতক আসামিদের অনেককে দেশে ফিরিয়ে আনতে না পারায় সমগ্র জাতির মতোই ছাত্রলীগ হতাশ।