অগ্রদৃষ্টি অনলাইনঃ আয়কর মেলার পঞ্চম দিনে ঢাকাসহ সারাদেশে ২৭১ কোটি ৮৭ লাখ ১২ হাজার ৬৯২ টাকার আয়কর আহরণ হয়েছে, যা গত বছরের একই দিনের চেয়ে ১১ কোটি ৯৪ লাখ ৮ হাজার ৮৭৩ টাকা বেশি। রোববার মেলার পঞ্চম দিনে সারাদেশে ১ লাখ ৮০ হাজার ১০১ জন কর সেবা গ্রহণ করেছেন, যা গত বছরের একই দিনের তুলনায় ২৪ হাজার ৫৬১ জন বেশি।
এদিন সারাদেশে রিটার্ন দাখিল হয়েছে ৪৮ হাজার ৬৪টি, যা গত বছরের একই দিনের তুলনায় ১৭ হাজার ৮৪৬টি বেশি। আয়কর মেলা সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, আয়কর মেলার ৫ দিনে সারাদেশে ১ হাজার ৪৭৩ কোটি ২৪ লাখ ১৮ হাজার ৩২ টাকার আয়কর আহরণ হয়েছে, যা গত বছরের ৫ দিনের চেয়ে ৫৬ কোটি ১১ লাখ ৭৪ হাজার ৪৮১ টাকা বেশি।
গত ৫ দিনে রিটার্ন দাখিল হয়েছে ২ লাখ ১১ হাজার ৭৫৩টি যা গত বছরের ৫ দিনের তুলনায় ৯০ হাজার ৬২২টি বেশি। গত ৫ দিনে আয়কর সেবা গ্রহণ করেছেন ৭ লাখ ৭১ হাজার ৬৩ জন যা গত বছরের ৫ দিনের তুলনায় ১ লাখ ৩৩ হাজার ৪৭ জন বেশি। আয়কর মেলা সূত্র জানায়, আয়কর মেলার ৫ম দিন ঢাকাসহ দেশের ৫৩টি জেলা, ২২টি উপজেলা, ১৩টি উপজেলা (ভ্রাম্যমাণ) ও ৭৫টি স্পটে মেলা অনুষ্ঠিত হয়েছে। এবার রাজধানী ঢাকাসহ দেশের ৫৬টি জেলা শহরে, ৩৪টি উপজেলা, ৭১টি উপজেলায় (ভ্রাম্যমাণ) আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলার ৫ম দিন ঢাকাসহ সারাদেশে করদাতা, সেবাগ্রহীদের পদচারণায় মেলা প্রাঙ্গণ মুখর ছিল। মেলা সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে। প্রতিদিনের মতো রোববারও মেলায় করদাতাদের বাড়তি আকর্ষণ যোগ করে ’ইনকাম ট্যাক্স আইডি কার্ড’।
মেলায় কয়েকটি লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে করদাতারা এ কার্ড সংগ্রহ করেন। আগামী দুই দিন মেলা সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। এছাড়া সাধারণ করদাতাদের পাশাপাশি বিশেষ ব্যক্তিদের ইনকাম ট্যাক্স আইডি কার্ড সংগ্রহ মেলায় বাড়তি মাত্রা যোগ করে।