আন্তর্জাতিক ডেস্ক : মিসরের কারাগারে আলজাজিরার সাংবাদিক মাহমুদ হুসেইনকে আটকে রাখার ঘটনা বেআইনি হিসেবে বর্ণনা করেছে জাতিসংঘ। এক বছরেরও বেশি সময় ধরে তাকে আটকে রাখা হয়েছে। এমনকি শিগগিরই মাহমুদকে ছেড়ে দেওয়ারও আহ্বান জানানো হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংগঠনের তরফে।
৫৫ বছর বয়সী মাহমুদ হুসেইন ২০১৬ সালের ডিসেম্বরে দোহা থেকে মিসরে যাওয়ার পর আটক হন। তাকে আটকে রাখার ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন বলেও বর্ণনা করা হয়। মাহমুদকে আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে হেনস্থারও অভিযোগ উঠছে। তবে তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট অভিযোগ দেখাতে পারেনি দেশটির সরকারি কর্তৃপক্ষ। সূত্র : আলজাজিরা