মিশরের ক্রমবর্ধমান ইসলামি সন্ত্রাসবাদ দমনে একটি কঠোর সন্ত্রাস-বিরোধী আইনের অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি।
আইন অনুযায়ী কারো বিরুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠী তৈরি বা নেতৃত্বে থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে মৃত্যুদণ্ড দেয়া যাবে।
তাছাড়া আইনটির মাধ্যমে বিশেষ আদালত স্থাপন করা যাবে এবং সেনাবাহিনী ও পুলিশ যদি জঙ্গিবাদ দমনে অতিরিক্ত শক্তি প্রয়োগ করে তাহলে তার আইনগত ঘটনাপরম্পরা থেকে তাদের সুরক্ষা দেয়ার বিধান রয়েছে।
অধিকার গোষ্ঠীগুলো আশঙ্কা করছে মি. সিসি তার বিরুদ্ধাচারণকারীদের দমন করতে এই আইন ব্যাবহার করবেন।