তুহিন মাহমুদ, ইতালি থেকেঃ ইতালির বাণিজ্যিক রাজধানি মিলানের প্রাণকেন্দ্র ভিয়া কাভালকান্তি কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মিলানস্হ মাদারীপুরজেলা মডেল এসোসিয়েশন এর উদ্যোগে ১৩ জুন মঙ্গলবার এই মাহফিলের আয়োজন করা হয়। এসোসিয়েশনের সভাপতি হাজী বাবুল শরিফ এবং সাধারণ সম্পাদক মামুন খলিফা ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় অংশ গ্রহন করেন। পবিত্র রমজান মানের ফজিলত ও ইসলামী জীবন-যাপন সম্পর্কে গুরুত্ব ও তাৎপর্য নিয়ে কোরআন ও হাদিসের আলোকে বয়ান পেশ করেন হাফেজ সুরুজ আলি। বিশ্ব মুসলিম উম্মার
শান্তিকামনা করে বিশেষ মোনাজাত করেন মসজিদের ঈমাম মাওলানা গাউছুর রহমান। অনুষ্ঠানে সার্বক সহযোগীতা করেন সংগঠনের সহ সভাপতি হুমায়ুন খান, সাংগঠনিক সম্পাদক কবির হাওলাদার সহ আরও অনেকে। মিলান এবং পাশ্ববর্তী শহর থেকে বিভিন্ন সামাজিক,রাজনৈতিক,সাংবাদিক,ব্যবসায়িক মহল, বিভিন্ন দেশের মুসলমানগণ সহ প্রবাসী বাংলাদেশী ধর্মপ্রাণগণ ইফতার ও দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন।