তুহিন মাহামুদ (বিশেষ প্রতিনিধি) : “বৈধ পথে অর্থ পাঠান প্রিয়জনকে, আর অবদান রাখুন দেশের অর্থনীতিতে” এই স্লোগানকে সামনে রেখে ব্রাক সাজান এক্সচেঞ্জের উদ্যোগে মিলানে অনুষ্ঠিত হলো রোড শো, মতবিনিময় ও আলোচনা সভা।
১৫ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় ইতালির তিলোত্তমা নগরী মিলান এর বাংলাদেশী গান্ধ্যি রেস্টুরেন্টে এক্সচেঞ্জ এর ইতালিস্থ লিগ্যাল এডমিনিস্ট্রেটর কামরুজ্জামান এর সভাপতিত্বে এবং রিলেশনশিপ ম্যানেজার মোহাম্মদ আল আমীন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্র্যাক সাজান এক্সচেঞ্জ লিমিটেড এর প্রতিষ্ঠাতা ব্যাবস্থাপক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম।
ইতালীর বিগত ১০ বছরের শহর অনুপাতে বাংলাদেশের রেমিটেন্স এর অবস্থা ও ব্র্যাক সাজান এক্সচেঞ্জ এর সুবিধা সমূহের বিস্তারিত বিবরণ দেন বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোঃ মশিয়ার রহমান।
সভায় ব্র্যাক সাজান এক্সচেঞ্জ মিলানোস্থ প্রতিনিধিরা তাদের গ্রাহকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় কোম্পানীর পক্ষ থেকে তার প্রতিকারের আশ্বাস ব্যক্ত করেন। প্রবাসীদের সেবা বৃদ্ধি ও বৈধ পথে অর্থ প্রেরণের মাধ্যমে দেশ ও জাতি সমৃদ্ধি অর্জনের তাগিদে মিলান, ভেনিস এবং বলনিয়ায় পৃথকভাবে তিনটি স্থানে এই রোড শো এর আয়োজন করা হয়েছে।
প্রবাসীদের অর্থ বৈধ পথে স্বল্প সময়ে কম খরচে প্রিয়জনদের কাছে প্রেরনই আমাদের একমাত্র লক্ষ্য, আর এ লক্ষ্য অর্জনের সাথে সাথে অর্থনৈতিকভাবে আমাদের দেশও হবে সমৃদ্ধ। তারই ধারাবাহিকতায় একাউন্টে অর্থ প্রেরনের জন্য যেময় প্রায় ৩/৪ দিন লেগে যায়, সেই সময় ব্র্যাক সাজান এক্সচেঞ্জ মাত্র ১০ মিনিটে প্রিয়জনদের কাছে অর্থ পৌঁছে দিচ্ছে। এছাড়াও রয়েছে দেশের অন্যতম জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ।
এছাড়া ব্র্যাক সাজান এক্সচেঞ্জ এর মাধ্যমে এখন থেকে প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশিত প্রবাসে বসে ব্র্যাক ব্যাংকে একাউন্ট খোলতে পারবেন বলেও জানালেন কর্মকর্তারা।
অনুষ্ঠানে ইতালির বিভিন্ন শহরের নির্ধারিত প্রতিনিধি ছাড়াও সাধারণ প্রবাসীরা অংশ গ্রহন করেন। সবশেষে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই