ইতালি থেকে তুহিন মাহামুদ: ইতালির বানিজ্যিক রাজধানী মিলান শহরে তিন দিন ব্যপি অনুষ্ঠিত হলো (লিনিয়াপেল্লে) ইন্টারন্যাশনাল লেদার ফেয়ার ২০১৭-১৮!
মিলান রো ফিয়েরা গত ৪ অক্টোবর থেকে শুরু করে ৬ অক্টোবর মেলা শেষ হয়।বিশ্বের ৪৮ দেশের ১,২৮৫ প্রদর্শনীতে প্রায় ২ হাজার চামড়া জাতীয় পণ্য দ্রবাদি স্হান পায়।পৃথিবীর সর্ববৃহৎ এ মেলায় নামি দামী কম্পানি গুলোর বিভিন্ন চামড়া জাতীয় উৎপাদিত পণ্যদ্রব্য প্রদর্শনের মাধ্যমে বিশ্ব বাজারে টিকে থাকার অবস্হান তৈরি করেন।
প্রতি বছর অক্টোবর মাসে এই মেলা শুরু হয় তিনদিনের জন্য।এতে চামড়া জাতীয় বিভিন্ন পণ্য দ্রব্য প্রদর্শন করা হয় এবং জানুয়ারী তে মেশিনারি ফেয়ার হয়।
বৈশ্বিক আবহাওয়ার পরিবর্তন ও গরম আবহাওয়া বিরাজ করায় এ বছর সন্তোষ জনক প্রভাব ফেলতে পারেনি মেলায় অংশ নেওয়া কম্পানি গুলোতে। তবুও বিশ্ব বাজার ধরে রাখার এবং চামড়ার ব্যবহারিক স্হানকে শক্তভাবে গেঁথে রাখার জন্য টেকনোলোজি ও ফ্যাশনসম্মত পণ্য তৈরি করতে উদ্যোগী মনোভাব প্রকাশ করেন
এই বছর বাংলাদেশের সর্ববৃহৎ চারটি কোম্পানি এই মেলায় স্হান পেয়েছে।এর মূল কারন বিশ্ব বাজারে বাংলাদেশের চামড়া জাতীয় পণ্যদ্রব্য পরিচিত করা ও বিদেশী বায়ারদেরকে বাংলাদেশী চামড়ার প্রতি আগ্রহী করে তোলা।
এপেক্স, বেঙ্গল, আজিজ,রিলাইন্স কোম্পানি গুলো এ মেলায় অংশগ্রহণ করেছে।
এপেক্স এর প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক এ,কে,এম রহমত উল্লাহ সাহেব বলেন, বাংলাদেশের ট্যানারি গুলোকে অনেক ঝুঁকি নিয়ে কাজ করতে হয়,কিছু অস্বাদু ব্যবসায়ী আছেন যারা,রাতারাতি বড় হতে চায় তাদের কারনে এই সেক্টর গুলো ঝুঁকির সম্মুখিন হয়েছে।বাংলাদেশ সরকার এ ব্যপারে খুব গুরুত্বের সাথে সুযোগ দেয়ার চেস্টা করছে। তিনি আরও বলেন আমি সরকারের একজন এমপি তার পরও বলবো সরকারের আরও দ্বায়িত্বশীল হয়ে এ ব্যাপারে কাজ করতে হবে।
একই কোম্পানির চেয়ার ম্যান সৈয়দ মুনজুর ইলাহী সাহেব বলেন,আমাদের দেশে হিউম্যান রিসোর্স কোথায়?দক্ষ জনশক্তির অভাবে ইনডিয়ান এবং পাকিস্তানিদের দিয়ে কাজ করাতে হয়।এভাবে কতদিন চলবে?বিশ্ব বাজারে টিকে থাকার জন্য এর গুণগতমান বৃদ্ধি করতে হবে।
বেঙ্গল লেদার কমপ্লেক্স এম,ডি জনাব শাহাদাত হোসেন চৌধুরী বলেন,বিশ বাজারে চামড়ার বিকল্প অনেক পণ্য এসেছে, যেমন রেক্সিন,সিনথেটিক সহ অনেক গুলো প্রডাক্ট যা চামড়ার চেয়েও গুণগত মান থেকে অনেক আগানো।কিন্তু চামড়ার জুতা,সেন্ডেল ব্যাগের প্রতি ক্রেতাদের এখনও চাহিদা রয়েছে তবে আরও ফ্যাশনসম্মত ও কোয়ালিটি বৃদ্ধি করতে হবে তাহলে চামড়া জাতীয় দ্রবাদির প্রতি আবার ফিরে আসবে।
তিনি বলেন এ বছর গরম আবহাওয়া বিরাজ করলেও আশানুরূপ সাড়া,পেয়েছি বিদেশীদের কাছ থেকে।
মেলায় বিশ্বের বিভিন্ন দেশের লেদার টেকনোলোজিদের ও দেখা যায়।
বাংলাদেশ থেকে এবার চারটি কোম্পানির স্টাফ ছাড়াও চামড়া ব্যবসার সাথে জড়িত অনেক ব্যবসায়ী মেলায় এসেছেন।
স্পেন বাংলাদেশ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজ এর জেনারেল সেক্রেটারি আসিক এলাহি চৌধুরী,এক্সেলেনেট পোয়েন্ট এসআরএল এর কাস্টমার ম্যানেজার ড.মারকো জি, রিলাইন্স ট্যানারি লিমিটেড এর চিফ লেদার টেকনোলজিস্ট এম,ডি আল মামুন সরকার, আরআইএফএফ লেদার লি: ডিরেক্টর (অপারেশন &সেলস)এম,ডি মোকলেসুর রহমান,কেমা ট্রেডিং এর স্বত্ত্বাধিকারী জি,জোয়ার্দার,মাসমা লেদার ওয়ার্ড এর ডিরেক্টর এম,মোহিবুর রহমান,আকরামুল হোসেন সহ প্রমূখ।