ইতালি থেকে তুহিন মাহামুদ: “এসো মিলি সবে সম্প্রীতির উৎসবে” এই স্লোগানের মধ্যেদিয়ে গত ২২অক্টোবর রবিবার বিকাল ৩টায় বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল মিলানের আয়োজনে এবং মিলান প্রবাসী বাংলাদেশীদের সার্বিক সহযোগীতায় সম্পন্ন হলো কন্স্যুলেট কাপ ২০১৭ ফুটবল প্রীতি ম্যাচ।
এতে প্রবাসী বাংলাদেশী সহ ইতালীয়ান খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি কনসাল জেনারেল রেজিনা আহমেদ খেলার উদ্বোধণ ঘোষণা করেন।
খেলায় দুটি দল অংশ গ্রহন করেন।লাল এবং সবুজ দল। উভয় দলেই ইতালিয়ান খেলোয়ার অত্যান্ত চমৎকার ভাবে খেলেন।কুয়াশাচ্ছন্ন ভেজা আবহাওয়ার মাঝেও দর্শকদের উপচে পরা ভীড় ছিলো।সবাই আনন্দের আগ্রহের দৃস্টি নিয়ে খেলা উপভোগ করেন।
উভয় দলেরই খেলোয়ার খুব ভালো খেলেছে।
সবুজ দল ০১ গোল করেন ও লাল দল ০৩ গোল করে বিজয়ী হন।
খেলা শেষে বিজয়ীদের হাতে কন্স্যুলেট কাপ তুলে দেন কনসাল কেনারেল রেজিনা আহমেদ।এবং প্রত্যেক খেলায়য় অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়ারের গলায় মেডেল পরিয়ে দেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সার্বিক সহযোগীতায় ছিলেন কমিউনিটির নেতৃবৃন্দ আকরাম হোসেন, আব্দুল মান্নান মালিথা, দেলোয়ার হোসেন মোল্লা, নাজমুল কবির জামান, শিপন আহম্মেদ, জামিল আহম্মেদ, খান রহমান, তুহিন মাহমুদ, সাইদুর রহমান,মামুন হাওলাদার, মুনসুর খালাসী, আলী আহম্মেদ, খোরশেদ আলম,
আরফান শিকদার, মামুন খান, রিপন খান,জালাল হাওলাদার,মমিনুর রহমান,শামিম হাওলাদার, ও স্থানীয় প্রবাসী বাংলাদেশী বিভিন্ন নেতৃবৃন্দগণ।
সবশেষে আগত সকল দর্শক ও খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়ে আগামীতে আরো বড় পরিসরে ফুটবল ও ক্রিকেট খেলা আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন প্রধান অতিথি কন্সাল জেনারেল রেজিনা আহমেদ।ভবিষ্যতে এই ধারাকে অব্যাহত রাখার জন্য কমিউনিটির নেতৃবৃন্দের প্রতি দৃস্টি আর্কষন করেন কন্সাল জেনারেল রেজিনা আহমেদ।