বদরুল আলম চৌধুরী (বিশেষ প্রতিনিধি) মৌলভীবাজার থেকে। প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর চেহলাম ২৪ অক্টোবর,২০১৫ শনিবার । চেহলাম অনুষ্ঠানের জন্য মন্ত্রীর বাড়ির ভেতর, সম্মুখ এবং নিজ নিবাসের কছে বাস টার্মিনালে প্যান্ডেল তৈরীর কাজ শুরু হয়েছে । মন্ত্রী পরিবারের পক্ষ থেকে তার কন্যা সৈয়দা সানজিদা শারমিন বলেন ,সিলেট বিভাগের চার জেলার বর্তমান ও সাবেক এম.পি, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রদেরকে দাওয়াত করা হয়েছে । দলীয়ভাবে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য দলীয় লোকজনদের বলা হয়েছে ।চেহলামে শরিক থাকার জন্য প্রয়াত মন্ত্রীর পরিবারের পক্ষ থেকে সকল কেবিনেট মন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে । সূত্র মতে, চেহলামে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসাবে এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ছাড়াও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমদ, চিফ হুইপ আ.স.ম ফিরোজ, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত উপস্থিত থাকছেন থাকবেন বলে জানাযায় । পরিবারের পক্ষ হতে চেহলামে সবার উপস্হিতি ও দোয়া একান্তভাবে কামনা করা হচ্ছে ।সৈয়দ মহসিন আলী স্মৃতি পরিষদের সদস্য সচিব সৌমিত্র দেব বলেন,দেশ ও বিদেশে অনেকেই হয়তো এই মহান নেতার চেহলামে সরাসরি উপস্থিত হতে পারবেন না ।কিন্তু তাদের অন্তরের শুভ কামনা যেন মরহুমের বিদেহী আত্মাকে শান্তি দেয় এই কামনা করি ।আমরা যেন তাকে ভুলে না যাই।