স্টাফ রিপোর্টার : বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য নরসিংদীর বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী আব্দুল কাদির মোল্লাসহ বাংলাদেশের ৩ বিশিষ্ট ব্যক্তি মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পদক পেয়েছেন।
সল্টলেকের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র কলকাতার মাদার তেরাসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি গত ২৩ জানুয়ারি মঙ্গলবার বিকেলে তাঁদের হাতে এই পদক তুলে দেন। পদক প্রাপ্ত তিন বাংলাদেশি হলেন, বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি আবদুর কাদির মোল্লা, পিএইপি গ্রুপের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান এবং গাজী গ্রুপের চেয়ারম্যান ও সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী।
সমাজসেবায় বিশেষ অবদানের জন্য মিজানুর রহমান ও গোলাম দস্তগীর গাজীকে এবং শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য আবদুর কাদির মোল্লাকে মাদার তেরেসা ইন্টারন্যাশনাল এ পদক দেয়া হয়। তাঁদের প্রত্যেককে উত্তরীয় স্মারক ও মানপত্র তুলে দেওয়া হয়। পদক তুলে দেন বিধাননগর পৌরসভার চেয়ারম্যান সব্যসাচী।
পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি শ্যামল সেন। বাংলাদেশের এই ৩ বিশিষ্টজন ছাড়া কলকাতার ৭জনকে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এই পদক দেওয়া হয়। অনুষ্ঠানটির আয়োজন করে মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি।